খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের পদত্যাগ রোধে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
রবিবার (১৮ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা। শিক্ষার্থীরা আন্দোলনের সময় ভিসিকে তাদের পাশে পেয়েছেন; তাই তার পদত্যাগ ঠেকাতে আমরণ অনশনেরও হুমকি দিয়েছেন।
ছাত্রদের একটি সূত্র বলছে, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এই সপ্তাহের শেষের দিকে পদত্যাগ করবেন- এই খবর পেয়ে সাধারণ শিক্ষার্থীরা পদত্যাগ ঠেকানোর জন্য প্রশাসনিক ভবনে অবস্থান নেন। এ সময় শিক্ষার্থীরা ‘ভিসি স্যারের পদত্যাগ মানি না, মানব না/ভিসি স্যারের জন্য খুবি ধন্য/ভিসি স্যার পদত্যাগ করলে আমরণ অনশন’সহ নানা স্লোগান দিতে থাকেন।
এক পর্যায়ে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সময় নিয়েছেন। এরপর আন্দোলনরত শিক্ষার্থীরা খুবির প্রধান ফটক শহীদ মীর মুগ্ধ তোরণে অবস্থান নেন।
পূর্বকোণ/জেইউ/পারভেজ