চট্টগ্রাম বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

২৮ দিন পর আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

অনলাইন ডেস্ক

১৫ আগস্ট, ২০২৪ | ৮:০৭ অপরাহ্ণ

টানা ৪ সপ্তাহ বন্ধ থাকার পর সারাদেশে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হয়েছে বৃহস্পতিবার। তবে এদিন সব ট্রেন চলছে না।ঢাকার কমলাপুর স্টেশনের মাস্টার আনোয়ার হোসেন বৃহস্পতিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকা থেকে প্রথম ট্রেন ছাড়বে বেলা ১টার পর। আমাদের এখান থেকে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন প্রথম ছেড়ে যাবে ১টার দিকে। সকালে যেসব ট্রেন ছেড়ে যায়, সেগুলোর রেক ঢাকায় নেই।

 

সেগুলো ঢাকার বাইরের বিভিন্ন স্টেশনে আছে। যেমন চট্টগ্রাম থেকে বা অন্য স্টেশন থেকে সকালে আন্তঃনগর ট্রেন ছেড়ে আসবে। ঢাকা থেকে সেগুলো বিকালে যাবে বা কাল সকালে যাবে। কাল থেকে সবগুলো ট্রেন নির্ধারিত সময়ে চলাচল করবে।গত সোমবার থেকে মালবাহী এবং মঙ্গলবার থেকে লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে। অনলাইনে আন্তঃনগর ট্রেনের টিকেট বিক্রি শুরু হয়েছে সোমবার বিকাল ৫টা থেকে।

 

কোটা আন্দোলন ঘিরে ব্যাপক সহিংতার জেরে গত ১৮ জুলাই থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ১৩ দিন বন্ধ থাকার পর ১ অগাস্ট স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হয়। দুদিন চলার পর ৩ অগাস্ট শনিবার ফের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।এরপর ৫ অগাস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর পুলিশহীন নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার ১০ দিন বাদে আন্তঃনগর ট্রেনের চাকা ঘুরল।

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট