চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের ব্যয় বহন করবে অন্তর্বর্তী সরকার

অনলাইন ডেস্ক

১১ আগস্ট, ২০২৪ | ১০:৫৩ অপরাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে আহত হওয়া সব শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয় অন্তর্বর্তী সরকার বহন করবে। রোববার (১১ আগস্ট) জানানো হয়েছে এ তথ্য।

 

এর আগে গত ৮ আগস্ট রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথগ্রহণ করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। শপথ নিয়েই বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়ে বিভিন্ন হামলায় আহতদের খোঁজখবর নেয়ার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান তিনি।

 

হাসপাতালে গিয়ে চিকিৎসাধীনদের সঙ্গে কথা বলেন ড. মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে তাদের শারীরিক অবস্থাও জানতে চান। এরপর হাসপাতালে কিছুক্ষণ থাকার পর বেরিয়ে যান তিনি।

 

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা কর্মসূচি ঘিরে গত ৪ আগস্ট ঢাকাসহ সারাদেশে সরকার সমর্থিত নেতাকর্মী ও পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে শতাধিক নিহতের খবর পাওয়া যায়। এর মধ্যে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ১৩ জন ছাড়াও কুমিল্লার ইলিয়টগঞ্জে পৃথক হামলায় হাইওয়ে থানার এক পুলিশসহ মোট ১৪ জন পুলিশ সদস্য নিহত হোন।

 

সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কোটাপ্রথা সংস্কারের দাবিতে গত জুলাইয়ের প্রথম থেকে আন্দোলন করে আসছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ অবস্থায় গত ১৫ জুলাই রাজধানী ঢাকাসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা চালায় ছাত্রলীগ। একইসঙ্গে শিক্ষার্থীদের আন্দোলন বন্ধে গুলি চালায় পুলিশ। শিক্ষার্থীদের ওপর পুলিশ ও আওয়ামী লীগ এবং দলটির অঙ্গসংগঠনের হামলায় কয়েক শতাধিক শিক্ষার্থী ও মানুষের মৃত্যু হয়। এ অবস্থায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের বিক্ষোভ ও আন্দোলনের মুখে রোষানলে পড়ে গত ৫ আগস্ট দুপুর আড়াইটায় ক্ষমতা ছেড়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। পরে দেশের দায়িত্ব বুঝে নেয় সেনাবাহিনী। এরপর অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। ১৭ সদস্যবিশিষ্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা করা হয় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট