চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

৬৩৯ থানার মধ্যে কার্যক্রম শুরু করেছে ৩৬১টি: পুলিশ সদরদপ্তর

অনলাইন ডেস্ক

৯ আগস্ট, ২০২৪ | ১১:০১ অপরাহ্ণ

মেট্রোপলিটন এলাকার ১১০টি থানার মধ্যে ৭০টির কার্যক্রম আবার শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর। শুক্রবার (৯ আগস্ট) রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন রেঞ্জের ৫২৯টির মধ্যে ২৯১টি থানা কার্যক্রম পুনরায় শুরু করেছে।

 

গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন অন্তত ২৯টি থানায় পুলিশ সদস্যদের তিনদিনের কর্মবিরতির পর কার্যক্রম শুরু হয়েছে।

 

অন্যান্য এলাকার মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সার্বিক তত্ত্বাবধানে রংপুর রেঞ্জের নিকটবর্তী ১১টি সীমান্ত থানার এবং খুলনা রেঞ্জের নিকটবর্তী ১০টি সীমান্তবর্তী থানার স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে বাসস।

 

এ সপ্তাহের শুরুর দিকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর সারাদেশে থানাগুলো হামলার শিকার হয়। এর জেরে পুলিশ সদস্যরা কর্মবিরতি শুরু করেন।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট