চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

৮ আগস্ট, ২০২৪ | ৮:০৬ অপরাহ্ণ

বাংলাদেশের গণতান্ত্রিক পদযাত্রায় কাজ করবে অন্তর্বর্তীকালীন সরকার এবং এজন্য দেশটির সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৮ আগস্ট) মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয় যে নোবেল পুরস্কারপ্রাপ্ত ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দেবেন। আমরা পরিস্থিতি অব্যাহতভাবে পর্যবেক্ষণ করবো।

বাংলাদেশে হত্যা, মানবাধিকার লঙ্ঘন এবং আহতের ঘটনায় উদ্বেগ জানিয়ে সব দলকে সহিংসতা পরিহারের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সহিংসতার জন্য যারা দায়ী তাদের দায়বদ্ধতাও দেখতে চায় দেশটি।বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘমেয়াদি শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিৎ বলে মনে করে যুক্তরাষ্ট্র।

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট