চট্টগ্রাম শুক্রবার, ১৭ মে, ২০২৪

সর্বশেষ:

হিট স্ট্রোকে ৯ দিনে ১১ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

৩০ এপ্রিল, ২০২৪ | ৮:৩২ অপরাহ্ণ

সারাদেশে তীব্র তাপপ্রবাহের ফলে নতুন করে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে এখন পর্যন্ত হিট স্ট্রোকে ১১ জন মারা গেছেন বলেও জানিয়েছে সংস্থাটি।

 

এছাড়াও গত ২৪ ঘণ্টায় আরও ১ জন নতুন করে হিট স্ট্রোকের শিকার হয়েছেন। এ নিয়ে গত ৯ দিনে ১৬ জন হিট স্ট্রোকের শিকার হয়েছেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম হিট স্ট্রোকে নতুন মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২২ এপ্রিল থেকে মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল পর্যন্ত নয় দিনে সারাদেশে ১৬ জন ব্যক্তি হিট স্ট্রোকের শিকার হয়েছেন। এর মধ্যে ১১ জনের মৃত্যু হয়।

 

গত ২৪ ঘণ্টায়ও দুজন আক্রান্ত হয়েছেন, এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ওই ব্যক্তি নারী, তিনি চট্টগ্রামে ফটিকছড়ির বাসিন্দা। অধিদপ্তরের তথ্য বলছে, মৃতদের মধ্যে চট্টগ্রামে সর্বোচ্চ দুজন। এছাড়া একজন করে মারা গেছে খুলনা, চুয়াডাঙ্গা, হবিগঞ্জ, রাজবাড়ী, ঝিনাইদহ, লালমনিরহাট, বান্দরবান এবং মাদারীপুরে।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট