চট্টগ্রাম বুধবার, ২২ মে, ২০২৪

গুজব রটনাকারীদের বিরুদ্ধে কাঠামো তৈরির কথা ভাবছে সরকার : আরাফাত

অনলাইন ডেস্ক

২০ জানুয়ারি, ২০২৪ | ৮:৩১ অপরাহ্ণ

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, ভুল তথ্য ও গুজব রটনাকারীদের জবাবদিহিতার আওতায় আনতে একটি কাঠামো তৈরির কথা বিবেচনা করছে সরকার। শনিবার (২০ জানুয়ারি) তিনি তার ভেরিফাইড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এ কথা লিখেছেন।

 

তিনি লিখেছেন, অপপ্রচার ঠেকাতে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা যাতে বাধাগ্রস্ত না হয়, সে ব্যাপারে সরকার খুবই সতর্ক।
 
এদিকে দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে তিনি উল্লেখ করেন, কাজের বিষয়ে দেশে-বিদেশে অনেকের সঙ্গে যোগাযোগ করছেন জানিয়ে তিনি আরও লিখেছেন, ‘শুক্রবার (১৯ জানুয়ারি) ছিল ছুটির দিন। কিন্তু ছুটি পাইনি। সারাদিন কাজ করেছি। দেশে- বিদেশে অনেকের সঙ্গে যোগাযোগ করেছি। কাজের বিষয় নিয়ে আলাপ করেছি।
পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট