চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

যেকোনও মূল্যে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে: সিইসি

অনলাইন ডেস্ক

১৯ ডিসেম্বর, ২০২৩ | ১০:৪৭ অপরাহ্ণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমাদের বার্তাটি আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

 

তিনি বলেন, যেকোনও মূল্যে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। ভোটাররা ভোট দিতে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছেন না এবং কেন্দ্রে প্রবেশ করে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছেন, এটা নিশ্চিত করতে হবে।

 

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে রংপুর বিভাগের আট জেলার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি।

 

সিইসি বলেন, যারা ভোটকেন্দ্রের বাইরে আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করবেন, তারা তাদের ওপর অর্পিত দায়িত্ব শতভাগ পালন করবেন। ভোটকেন্দ্রের ভেতরে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার এবং পোলিং এজেন্ট থাকবেন। তাদের সবার উপস্থিতিতে ভোট অনুষ্ঠিত হবে। কোনোভাবে ভোটারকে বাধাগ্রস্ত করা যাবে না।

 

গণমাধ্যমের উদ্দেশে সিইসি বলেন, মিডিয়াকে কোনোভাবে তাদের দায়িত্ব পালনে বাধা দেওয়া যাবে না। সাংবাদিকরা নির্বাচনে ভোটগ্রহণ থেকে শুরু সব বিষয় মনিটর করবেন। তারা যা সত্যি সেটাই প্রকাশ করবেন। ভোটকেন্দ্রের ভেতরে ভালো হলে বলবেন, মন্দ হলে সেটাও বলবেন। কোনও কিছু রাখঢাকের প্রয়োজন নেই। অবাধ তথ্যপ্রবাহের মাধ্যমে জনগণ যদি বিশ্বাস করে এবং জানতে পারে ভোটটা সুন্দর ও গ্রহণযোগ্য হয়েছে, তাহলে জনগণের আস্থা আসবে। আমরা সংকট থেকে উত্তীর্ণ হতে পারবো।

 

এর আগে সকালে রংপুর সার্কিট হাউজ মিলনায়তনে সিইসি রংপুরের ছয়টি আসনের ৩৬ প্রার্থীর সঙ্গে মতবিনিময় করেন সিইসি। নির্বাচন যেন সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সে জন্য প্রার্থীদের সহযোগিতা কামনা করেন তিনি।

 

এ সময় সিইসি বলেন, আমরা সব প্রার্থীকে আশ্বস্ত করেছি, প্রশাসন ও নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করবে। এ ব্যাপারে কোনও ব্যত্যয় হবে না। রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা যদি সচেতন না হন, পারস্পরিক আস্থা সংরক্ষণ করে সঠিক আচরণ না করেন, তাহলে সুষ্ঠু নির্বাচন করা দুরূহ হয়ে পড়বে। এই বার্তা প্রার্থীদের আমরা জানিয়ে দিয়েছি।

 

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট