চট্টগ্রাম শুক্রবার, ১৭ মে, ২০২৪

নভেম্বরে সড়কে ঝরেছে ৪৬৭ প্রাণ

অনলাইন ডেস্ক

৯ ডিসেম্বর, ২০২৩ | ৭:৩৪ অপরাহ্ণ

গত নভেম্বরে দেশে ৫৪১টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ৪৬৭ জন নিহত এবং ৬৭২ জন আহত হয়েছেন। নিহতের মধ্যে নারী ৫৩, শিশু ৬৬ জন।

 

এ মাসে ২০৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৮১ জন নিহত হয়েছেন, যা মোট নিহতের ৩৮ দশমিক ৭৫ শতাংশ। ৩৮ দশমিক ২৬ শতাংশ মোটরসাইকেল দুর্ঘটনার হার। দুর্ঘটনায় ১০৬ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২২ দশমিক ৬৯ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৬৮ জন, অর্থাৎ ১৪ দশমিক ৫৬ শতাংশ।

 

শনিবার (৯ ডিসেম্বর) রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, নভেম্বরে পাঁচটি নৌ-দুর্ঘটনায় পাঁচ জন নিহত, তিন জন আহত হয়েছেন। ২২টি রেলপথ দুর্ঘটনায় নিহত ১৯ এবং আহত হয়েছেন ১৬ জন।

 

দুর্ঘটনায় যানবাহনভিত্তিক নিহতের পরিসংখ্যানে দেখা যায়, মোটরসাইকেল চালক ও আরোহী ১৮১ জন (৩৮ দশমিক ৭৫ শতাংশ), বাস যাত্রী ৮ জন (১ দশমিক ৭১ শতাংশ), ট্রাক-কাভার্ডভ্যান-পিকআপভ্যান-পুলিশভ্যান আরোহী ২০ জন (৪ দশমিক ২৮ শতাংশ), প্রাইভেটকার-মাইক্রোবাস-অ্যাম্বুলেন্স-পাজেরো জিপ আরোহী ১৩ জন (২ দশমিক ৭৮ শতাংশ), থ্রি-হুইলার যাত্রী (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটোভ্যান-লেগুনা) ১০৬ জন (২২ দশমিক ৬৯ শতাংশ), স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নসিমন-করিমন-চান্দের গাড়ি-টমটম-পাওয়ারটিলার-ইট ভাঙার মেশিন গাড়ি) ১৪ জন (২ দশমিক ৯৯ শতাংশ) এবং বাইসাইকেল-প্যাডেল রিকশা-রিকশা ভ্যান আরোহী ১৯ জন (৪ দশমিক ৬ শতাংশ) নিহত হয়েছেন।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট