চট্টগ্রাম শনিবার, ১৮ মে, ২০২৪

সর্বশেষ:

আমীর খসরুর জামিন শুনানি ২৯ নভেম্বর

অনলাইন ডেস্ক

৮ নভেম্বর, ২০২৩ | ৬:০৬ অপরাহ্ণ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন শুনানির দিন ধার্য করেছে আদালত। গত ২ নভেম্বর জামিন চেয়ে আবেদন করেন আইনজীবীরা। যে আবেদনের শুনানির দিন ধার্য হয়েছে ২০ নভেম্বর।

 

বুধবার (৯ নভেম্বর) পুলিশ কনস্টেবল হত্যা মামলায় জামিন আবেদন করেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন। এ আবেদনের শুনানির দিন ধার্য করা হয়েছে ২৯ নভেম্বর।

 

বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল অভিযোগ করেন, নেতাকর্মীদের মুক্তি দীর্ঘায়িত করতে জামিন অযোগ্য ধারায় মামলা দিচ্ছে পুলিশ।

 

যদিও ২৮ অক্টোবরের ঘটনায় নাশকতার দুই মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন বিএনপির দুই আইনজীবী নেতা। ১০ দিন আত্মগোপনে থাকার পর জামিন পেয়ে প্রধান বিচারপতির বাসভবন ও পুলিশ হাসপাতালে হামলার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তারা।

 

প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় প্রথমবারের মতো নিন্দা জানান বিএনপির আইনজীবী নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট