চট্টগ্রাম রবিবার, ১৯ মে, ২০২৪

৪ লাখ টন সেদ্ধ চাল কিনবে সরকার

অনলাইন ডেস্ক

৮ অক্টোবর, ২০২৩ | ৩:৫৩ অপরাহ্ণ

চলতি বছর আমন মৌসুমে ৪ লাখ টন সেদ্ধ চাল এবং ১ লাখ টন আতপ চাল এবং ২ লাখ টন ধান ক্রয় করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

 

রবিবার (৮ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

 

খাদ্যমন্ত্রী বলেন, ৩০ টাকা দরে ধান, ৪৪ টাকা দরে চাল এবং ৪৩ টাকা আতপ চালের দাম নির্ধারণ করা হয়েছে।

 

তিনি বলেন, ইতিমধ্যে আমাদের সাড়ে ৪ লাখ টন গম পাইপলাইনে রয়েছে। আশা করছি আমাদের মজুত ও বিতরণ ব্যবস্থা ভালো। ব্যবসায়ীদের আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি। সবকিছু ভালোভাবেই চলছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট