চট্টগ্রাম রবিবার, ১৯ মে, ২০২৪

আদালতকে ব্যবহার করে সরকার বিরোধীদের রাজনীতি নিয়ন্ত্রণ করছে: রিজভী

অনলাইন ডেস্ক

২৮ আগস্ট, ২০২৩ | ১১:১৭ অপরাহ্ণ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী সরকার বিরোধী দলের কণ্ঠস্বর রোধ করতে চায়। সেজন্য আদালতকে ব্যবহার করে বিরোধী দলের রাজনীতি নিয়ন্ত্রণ করতে চাচ্ছে।

 

সোমবার (২৮ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, ‘বিচারপতিদের তারেক রহমানের বক্তব্য সরানোর আদেশ রাজনৈতিক পক্ষপাতদুষ্ট। এতে মতপ্রকাশের স্বাধীনতাকে সম্পূর্ণভাবে হরণ করা হয়েছে। এই আদেশ শেখ হাসিনার মনের ইচ্ছা ও তাকে খুশি করার জন্যই দেওয়া হয়েছে। প্রধান বিচারপতির কাছে অন্য আদালতে এই রিটটি বদলির জন্য আবেদন করা হলেও তা গ্রাহ্য করা হয়নি। এ ধরনের আদেশ নিকৃষ্ট প্রহসন ছাড়া আর কিছু নয়।’

 

বিএনপির এ নেতা বলেন, আদালতের এ ধরনের আদেশ ফ্যাসিজমের বহিঃপ্রকাশও বটে।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট