চট্টগ্রাম শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৩৩

অনলাইন ডেস্ক

১৮ জুলাই, ২০২৩ | ৭:২৬ অপরাহ্ণ

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৩ জন মারা গেছেন। একই সময়ে সারাদেশে ১ হাজার ৫৩৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

আজ মঙ্গলবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৯ জন ঢাকা সিটির এবং চারজন ঢাকা সিটির বাইরের। নতুন করে ভর্তি ১ হাজার ৫৩৩ জনের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৭৯ জন। ঢাকার বাইরে ৭৫৪ জন।

 

এছাড়া সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৫৫৬৯ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৩,৪৪৩ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ২১২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ২৪ হাজার। এর মধ্যে ঢাকায় ১৫,৪৭৬ জন। আর ঢাকার বাইরে ৮,৫২৪ জন।

 

এদিকে এখন পর্যন্ত ভর্তি রোগীদের মধ্যে হাসপাতাল ছেড়েছেন ১৮,৩০৪ জন। এর মধ্যে ঢাকায় ১১,৯৩৭ জন এবং ঢাকার বাইরে ৬,৩৬৭ জন।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট