চট্টগ্রাম সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

‘নুরু গ্যাং’য়ের প্রধানসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক

১৬ জুন, ২০২৩ | ৪:১১ অপরাহ্ণ

ফেনীতে ‘নুরু গ্যাং’ নামের একটি কিশোর গ্যাংয়ের প্রধানসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময় তাদের কাছ থেকে স্টিলের চাকু ও ছোরা উদ্ধার করা হয়।  

বৃহস্পতিবার (১৫ জুন) ফেনীর রামপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো- ফেনী থানাধীন রামপুর এলাকার মো. রহিম আলীর ছেলে মাহিদুল ইসলাম সুজন (১৪), মো. নুরুন্নবীর ছেলে নুরুল ইসলাম নিশাত (১৬), আবুল খায়ের ঢালির ছেলে মো. সাইদ (১৫) ও মৃত ইদ্রিস হোসেনের ছেলে মো. রায়হান হোসেন (১৫)। এদের মধ্যে মাহিদুল ইসলাম সুজন ‘নুরু গ্যাং’ গ্রুপের প্রধান বলে জানিয়েছে র‌্যাব।
 
র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, ছিনতাইয়ের প্রস্তুতিকালে ‘নুরু গ্যাং’ নামের কিশোর গ্যাংয়ের প্রধানসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুটি স্টিলের চাকু ও একটি ছোরা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ‘নুরু গ্যাং’ নামের কিশোর গ্যাংটি ফেনী শহরে মারামারি, ছিনতাই, চাঁদাবাজি ও এলাকায় প্রভাব বিস্তারসহ নানা অপকর্মে জড়িত। তারা পথচারীদের অস্ত্রের ভয় দেখিয়ে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতো। গ্রেপ্তারদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট