চট্টগ্রাম শুক্রবার, ১৭ মে, ২০২৪

সর্বশেষ:

মাটি খুঁড়তেই মিলল বস্তা বস্তা সরকারি চাল

অনলাইন ডেস্ক

১৮ এপ্রিল, ২০২৩ | ১১:৪০ অপরাহ্ণ

নীলফামারীর সৈয়দপুরে ভিজিএফের পাঁচ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের কিসামত খাদিখোল এলাকায় বাঁশঝাড়ের পাশে মাটি খুঁড়ে চাল উদ্ধার করা হয়।

সোমবার থেকে বোতলাগাড়ী ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ শুরু হয়। ইউনিয়ন পরিষদ সদস্য ও চেয়ারম্যানের যোগসাজশে সরকারি চাল দুস্থদের না দিয়ে আত্মসাতের উদ্দেশ্যে মাটির নিচে লুকিয়ে রাখা হয়েছিল। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা প্রশাসনকে খবর দিলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সৈয়দপুর থানা পুলিশ এসে মাটি খুঁড়ে পাঁচ বস্তা চাল উদ্ধার করে।

তবে চাল আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান জুন। তাঁর ভাষ্য, চালগুলো আগেই বিতরণ করা হয়েছে। হয়তো দুস্থরাই এগুলো রেখেছেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে বোতলা ইউনিয়নের কিসামত খাদিখোল এলাকা থেকে মাটি খুঁড়ে পাঁচ বস্তা চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই এলাকার আজমুদা বেগম নামের একজনকে জিজ্ঞাসাবাদ করে তাঁর জবানবন্দি লিখিত নেওয়া হয়েছে। পরে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

পূর্বকোণ/আরআর/পারভজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট