চট্টগ্রাম শুক্রবার, ১৭ মে, ২০২৪

সর্বশেষ:

ঈদে যানবাহনে উচ্চশব্দে উল্লাস না করার নির্দেশ পুলিশের

অনলাইন ডেস্ক

১৭ এপ্রিল, ২০২৩ | ১১:২৬ অপরাহ্ণ

ঈদের ছুটিতে পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে গ্রামের বাড়িতে যাবেন অনেকেই। তবে সেখানে গিয়ে জমিজমা বা পারিবারিক বিরোধের জেরে অথবা অন্য কোনও কারণে বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এরইমধ্যে ঈদের ছুটিতে বাড়ি গিয়ে কেউ যেন কোনও বিরোধপূর্ণ কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, পুলিশ সদর দফতর থেকে এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। পরিবারের সবার সঙ্গে ঈদ উদযাপন করে সবাই সুস্থ-সবলভাবে আবারও কর্মস্থলে ফিরে আসবেন, এমনটাই প্রত্যাশা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ বলছে, ঈদের জামাতকে কেন্দ্র করে কোনও ধরনের বিরোধে না জড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া যারা ছুটি নিয়ে বিভিন্ন জায়গা থেকে গ্রামে যাবেন তারা নিজ ব্যবস্থাপনায় বাসাবাড়ির নিরাপত্তার ব্যবস্থা করে যাবেন। ঈদের ছুটিতে বা কোনও কারণে বাসা ছেড়ে গেলে নগদ অর্থ, স্বর্ণালংকারসহ অন্যান্য মূল্যবান সম্পদ—ব্যাংক বা আস্থাশীল কোনও জায়গায় রেখে যাওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট