চট্টগ্রাম রবিবার, ১৯ মে, ২০২৪

আন্দোলন থেকে মনোযোগ সরাতেই জঙ্গি ছিনতাইয়ের নাটক : ফখরুল

অনলাইন ডেস্ক

২৩ নভেম্বর, ২০২২ | ১০:২৪ অপরাহ্ণ

আন্দোলন থেকে মানুষের মনোযোগ সরাতে সরকার জঙ্গি ছিনতাইয়ের নতুন নাটক তৈরি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘তাদের পুরোনো খেলা, ঘটনা ঘটাব আমরা, মামলা খাবে তোমরা।’

বুধবার (২৩ নভেম্বর) রাজধানীর প্রেসক্লাবে ‘দেউলিয়াত্ব ঘোচাতে দুর্ভিক্ষের নাটক, দেশ কোন পথে’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘তারা আবার শুরু করেছে। ইতোমধ্যে ৯৬টি মামলা হয়েছে। সাড়ে চার হাজার আসামি করা হয়েছে। আরও ১০ হাজার অজ্ঞাতনামা। তাদের পুরোনো খেলা, ঘটনা ঘটাব আমরা, মামলা খাবে তোমরা। সেই মামলার পেছনে এক মাস, দুই মাস ঝুলতে থাকবে। আদালত, জেলখানায় দৌঁড়াতে থাকবে। এর মধ্যে আমরা আমাদের কাজ শেষ করব।’

 

তিনি আরও বলেন, ‘প্রতিবার নির্বাচনের সময় এলে নতুন নতুন কৌশল আবিষ্কার করেন ক্ষমতাসীনেরা। বিএনপির আন্দোলনকে নিয়ে মানুষের মনোযোগ অন্যদিকে সরাতে চায় সরকার। নতুন নাটক জঙ্গি ছিনতাই হয়ে যাওয়া। মানুষ যে দাবি তুলেছে, আন্দোলন শুরু হয়েছে, তা থেকে মনোযোগ সরাতে এসব নাটক তৈরি করা হচ্ছে। আওয়ামী লীগ জাতির জন্য বোঝা হয়ে গেছে। এই বোঝা যদি কাঁধ থেকে সরাতে না পারি, তাহলে এদের সঙ্গে আমরা সবাই ডুবে যাব।’

১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ প্রসঙ্গে ফখরুল বলেন, ‘পরিষ্কার করে বলেছি, যেহেতু আমরা সবসময় নয়াপল্টনে সমাবেশ করি, সেহেতু ১০ তারিখের সমাবেশও অবশ্যই নয়াপল্টনেই করব। এর জন্য ডিএমপিসহ যারা দায়িত্বে আছেন, তাদের বলতে চাই, কোন ঝামেলা না করে আমরা যেন সমাবেশ করতে পারি, সে ব্যবস্থা করবেন।’

 

পূর্বকোণ/এএস/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট