চট্টগ্রাম শনিবার, ১৮ মে, ২০২৪

সর্বশেষ:

ডেঙ্গুতে আরও ৬ জনের প্রাণহানি, আক্রান্ত ৫৫৯

অনলাইন ডেস্ক

১৯ নভেম্বর, ২০২২ | ৭:১৬ অপরাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৬ জনে। একই সময়ের মধ্যে নতুন করে মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়েছেন ৫৫৯ জন। ফলে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৫২ হাজার ১৬১ জন।

শনিবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৫৫৯ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৩২০ এবং অন্যান্য জেলার ২৩৯ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৭৬৪ জন।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু থেকে সুস্থ হয়েছেন ৪৯ হাজার ১৭১ জন। এ বছর ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

 

পূর্বকোণ/এএস/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট