চট্টগ্রাম সোমবার, ২০ মে, ২০২৪

সর্বশেষ:

জাতীয় ভোটার দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

২ মার্চ, ২০২২ | ১:২৪ অপরাহ্ণ

আজ (বুধবার) জাতীয় ভোটার দিবস। দেশে চতুর্থবারের মতো পালিত হচ্ছে এই দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করবো ভোটাধিকার’। এ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন সচিবালয়। আজ দিবসটি পালনের পাশাপাশি হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হবে। প্রসঙ্গত, ২০১৮ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘গণতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে’ প্রতিবছরের ১ মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। একবছর ভোটার দিবস পালনের পরে এই তারিখ পরিবর্তন করে ২ মার্চ করা হয়।
আজকের কর্মসূচি : দিবসটি উপলক্ষে আজ সকাল ৯ টায় র‌্যালি ও চট্টগ্রাম সার্কিট হাউসে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এতে প্রধান অতিথি থাকবেন বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি থাকবেন ডিআইজি (চট্টগ্রাম রেঞ্জ) মো. আনোয়ার হোসেন, পুলিশ কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর, জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, পুলিশ সুপার এস এম রশিদুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান।

 

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট