চট্টগ্রাম রবিবার, ১৯ মে, ২০২৪

টিকা নিলে কোনো পরীক্ষা ছাড়াই দেশে প্রবেশের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

১৭ ফেব্রুয়ারি, ২০২২ | ৬:৫৩ অপরাহ্ণ

যারা করোনা প্রতিরোধী টিকার দুই ডোজ সম্পন্ন করেছেন, তাদের পরীক্ষা ছাড়াই বিশ্বের যেকোনও প্রান্ত থেকে দেশে প্রবেশ করতে সুযোগ দেয়ার সুপারিশ করেছে কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৫৬তম সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতির তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি বিশ্লেষণ করে কোভিড-১৯ জাতীয় পরামর্শক কমিটির সদস্যরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক স্বীকৃত করোনা টিকার দুই ডোজ নেওয়া ব্যক্তিদের পরীক্ষা ছাড়াই দেশে প্রবেশের অনুমতি দেওয়ার বিষয়ে মত দিয়েছেন। তবে যারা দুই ডোজ টিকা নেননি তাদেরকে যাত্রা শুরু ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্ট করানোর পক্ষে কমিটি।

এদিকে, বিদেশে যাওয়ার ক্ষেত্রে যে দেশে বা যে এয়ারলাইনসে যাবেন, তাদের শর্ত অনুযায়ী পিসিআর পরীক্ষার বিধান রাখা যেতে পারে বলে মত দেন কমিটির সদস্যরা। কারণ কয়েকটি দেশে প্রবেশের জন্য পিসিআর টেস্ট বাধ্যতামূলক নয়।

এছাড়া কোভিড-১৯ টিকা গ্রহণের সনদ যাত্রীর সঙ্গে রাখা বাধ্যতামূলক করতে সুপারিশ করেছে কমিটি।

অন্যদিকে, দেশে করোনার সংক্রমণ নিম্নমুখী হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস শুরু করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে প্রাথমিক পর্যায়ে এখনই সশরীরে ক্লাস নয়, পরিস্থিতি আরও উন্নয়ন হলে এ ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। আপাতত অনলাইনে ক্লাস চালিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে।

সব ক্ষেত্রে শতভাগ মাস্ক পরার পাশাপাশি সামাজিক দূরত্ব রক্ষাসহ সাস্থবিধি মেনে চলার সুপারিশ করেছে কমিটি।

পূর্বকোণ/মামুন/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট