চট্টগ্রাম সোমবার, ২০ মে, ২০২৪

সর্বশেষ:

সোনার দাম বেড়ে ভরি ৭৪ হাজার ৩০০ টাকা

পূর্বকোণ ডেস্ক

১২ নভেম্বর, ২০২১ | ১১:৩৫ অপরাহ্ণ

শনিবার (১৩ নভেম্বর) থেকে সোনার এ নতুন দর কার্যকর হবে। ভরিতে দুই হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর ফলে দে‌শের বাজা‌রে ভা‌লো মা‌নের প্রতি ভ‌রি সোনার দাম দাঁড়াচ্ছে ৭৪ হাজার ৩০০ টাকা।

শুক্রবার (১২ নভেম্বর) বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বাজুস জা‌নি‌য়ে‌ছে, এরইমধ্যে আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিকভাবে তেলের দাম বাড়ায় প্রভাব পড়েছে দেশের সোনার বাজারেও। চাহিদার বিপরীতে যোগান কম থাকায় বিশ্ববাজার, দেশীয় বুলিয়ন ও পোদ্দার মার্কেটেও সোনার দাম অনেকাংশে বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাজুস সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে রুপার দাম অপরিবর্তিত থাকবে।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট