চট্টগ্রাম সোমবার, ২০ মে, ২০২৪

সর্বশেষ:

লাভজনক দামে ভ্যাকসিন বেচবে অ্যাস্ট্রাজেনেকা

নিজস্ব প্রতিবেদক

১২ নভেম্বর, ২০২১ | ১০:২০ অপরাহ্ণ

অ্যাস্ট্রাজেনেকা কোম্পানি এতদিন ভ্যাকসিন বিক্রি থেকে মুনাফা করেনি। তারা নট ফর প্রফিট বেসিসে বিভিন্ন দেশকে টিকা দিয়েছে। তবে এ সুযোগ আর থাকছে না। কোম্পানিটি এখন থেকে কিছুটা মুনাফাসহ ভ্যাকসিনটি বিক্রি করবে।

শুক্রবার (১২ নভেম্বর) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, এই কোম্পানি পরের বছরের জন্য সিরিজ আকারে লাভজনক চুক্তি করেছে। তারা আশা করছে, ভ্যাকসিন থেকে এবার মুনাফা উঠে আসবে। সংস্থাটি আগে বলেছিল, যখন করোনা আর মহামারি আকারে থাকবে না তখন তারা ভ্যাকসিন থেকে লাভ করা শুরু করবে।

অ্যাস্ট্রাজেনেকার প্রধান নির্বাহী প্যাসকেল সোরিওট বলেছেন, রোগটি (করোনা) স্থানীয় হয়ে উঠছে। তবে দরিদ্র দেশগুলিতে অলাভজনক ভিত্তিতে টিকা সরবরাহ করা অব্যাহত থাকবে।

 

 

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট