চট্টগ্রাম রবিবার, ১৯ মে, ২০২৪

স্কুল অব ওরিয়েন্টাল ডান্স আয়োজিত ২ দিনের নৃত্যোৎসব

৭ ডিসেম্বর, ২০১৯ | ৪:৫৭ পূর্বাহ্ণ

আগামী ২৫ ও ২৬ নভেম্বর ২০১৯, সোম ও মঙ্গলবার স্কুল অব ওরিয়েন্টাল ডান্স ২ দিনব্যাপী নৃতোৎসবের আয়োজন করেছে। ২৫ নভেম্বর উৎসবের ১ম সন্ধ্যায় পরিবেশিত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিনৃত্যনাট্য ‘মায়ার খেলা’ এবং ২৬ নভেম্বর সন্ধ্যা ৬.৩০টায় পরিবেশিত হবে ‘ভরতনাট্যম’। দু’দিনের নৃত্যানুষ্ঠান পরিচালনা করবেন নৃত্যশিল্পী ও নৃত্যগুরু শুভ্রা সেনগুপ্তা।

২৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় উৎসব উদ্বোধন করবেন চট্টগ্রামের ভারতীয় সহকারী দূতাবাসের সহকারী হাইকমিশনার শ্রী অনিন্দ্য ব্যানার্জী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক শ্রী সুকান্ত ভট্টাচার্য, চেয়ারম্যান, সঙ্গীত বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

উৎসবের ২য় দিন সন্ধ্যা ৬.৩০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম-এর উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর রীতা দত্ত এবং জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার জনাব মোসলেম উদ্দিন সিকদার।
দুই দিনের নৃত্যোৎসবের প্রবেশপত্র পাওয়া যাবে শিল্পকলা একাডেমির হল কাউন্টারে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট