চট্টগ্রাম শনিবার, ১৮ মে, ২০২৪

সর্বশেষ:

কবি গোলাম মাওলা জসিমের আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত

মো. আশিকুর রহমান

২৬ অক্টোবর, ২০১৯ | ১:১৩ পূর্বাহ্ণ

কবিতা হলো এমন একটি মাধ্যম যার মাধ্যমে আমরা আবেগের বহিঃপ্রকাশ ঘটে। আবেগের ভাষাগুলো প্রকাশিত করি ভিন্ন ভিন্ন ভালোবাসার রূপে।

কবি গোলাম মাওলা জসিমের কবিতা নিয়ে সম্প্রতি চট্টগ্রামের জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে মুক্তধ্বনি আবৃত্তি সংসদের মো. মছরুর হোসেনের একক আবৃত্তি সন্ধ্যা ‘কি সুখে ধরেছো আগুনের ফুলকি’ অনুষ্ঠিত হয়। একজন আবৃত্তিশিল্পী একজন কবির কবিতা নিয়ে একক আবৃত্তি সন্ধ্যার আয়োজন বাংলাদেশে এটিই প্রথম। অনুষ্ঠানের শুরুতেই কবির ‘তোমার আগমনী বার্তায়’ কবিতা থেকে ‘তোমার আগমনী বার্তায় সূর্য ওঠে’, ‘তুফানী মেঘ উড়ে যায়’, আবৃত্তি করার পর হল ভর্তি দর্শকের করতালিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। এরপর আবৃত্তি করেন ‘অবিশ্বাসের ঘরে’, ‘অগোছালো’, ‘ফুল’, ‘আর কতদিন’, ‘সাধু হৃদয়’সহ কবি গোলাম মাওলা জসিমের কাব্যগ্রন্থ ‘ভালবাসার একশ কবিতা’ থেকে ২৮ টি কবিতা।

আবৃত্তি সন্ধ্যার পুরো অনুষ্ঠান জুড়ে সঞ্চালনায় ছিলেন আবৃত্তি শিল্পী মো. আশিকুর রহমান আরেফিন। প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুচ সালাম। আবৃত্তি শেষে কবি গোলাম মাওলা জসিম অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, আমার সহধর্মিণী ডা. নুসরাত ও আবৃত্তি শিল্পের সাথে সম্পৃক্ত এবং আমার যে কোন লেখার সমালোচকও তিনি।

তার অনুপ্রেরণায় কবিতা লেখা। আবৃত্তি শিল্পী মো. মছরুর হোসেনের কণ্ঠে আমার কবিতায় যেভাবে আবৃত্তি করেছে সত্যিই আমি তাতে মুগ্ধ। অনুষ্ঠানে আরো অনুভূতি ব্যক্ত করেন, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ফাহিম উদ্দিন, নাট্যজন প্রদীপ দেওয়ানজী, বিশ্বভরা প্রাণ (বাংলাদেশ ভারত মৈত্রী সংগঠন) আবৃত্তিশিল্পী জাহান বশীর, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক রাশেদ হাসান, ডা. নুসরাত মাওলা, সম্মিলিত আবৃত্তি জোট, চট্টগ্রামের সভাপতি হাসান জাহাঙ্গীর, সহ-সভাপতি নিশাত হাসিনা শিরিন, যুগ্ম সম্পাদক দেবাশিস রুদ্র, অর্থ সম্পাদক মো. সেলিম ভুঁইয়া, সদস্য মো. সাজ্জাদ, যুবনেতা হেলাল, মুক্তধ্বনি আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদক জাহেদ হোসেন, সদস্য এ্যানি , আরিফ, বিবি ফাতেমা, মিনহাজ, ইসরাত, তমা প্রমুখ। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট