চট্টগ্রাম শনিবার, ১৮ মে, ২০২৪

রোবট আবিষ্কারের কথা

২৪ সেপ্টেম্বর, ২০১৯ | ১২:৫৬ পূর্বাহ্ণ

প্রথম রোবট আবিষ্কার করেন কারেল কাপেক ১৯২১ সালে। রোবট একটি যান্ত্রিক কিংবা কাল্পনিক, কৃত্রিম কার্যসম্পাদক। রোবট সাধারণত একটি ইলেক্ট্রো-যান্ত্রিক ব্যবস্থা, যার কাজকর্ম, অবয়ব ও চলাফেরা দেখে মনে হয় এটি স্বেচ্ছায় কাজ করছে। কোন রোবট নিচের ধর্মগুলির সব বা অংশবিশেষ প্রদর্শন করে। প্রাকৃতিক নয়, কৃত্রিম পরিবেশ অনুভব করার ক্ষমতা আছে। পরিবেশের বস্তু নিয়ে কাজ করতে পারে। কিছুটা বুদ্ধিমত্তা আছে, যার সাহায্যে পরিবেশ বুঝে সিদ্ধান্ত নিতে পারে। কম্পিউটারের মাধ্যমে

প্রোগ্রামযোগ্য। ঘুরতে পারে ও স্থানান্তর করতে পারে। দক্ষভাবে সুনিয়ন্ত্রিত চলন প্রদর্শন করতে পারে। স্বেচ্ছায় কাজ করছে, এরকম আভাস দিতে পারে।বিংশ শতাব্দীতেই সর্বপ্রথম কম্পিউটার ব্রেনকে কাজে লাগিয়ে রোবট তৈরি করার পরিকল্পনা করেন কম্পিউটার বিজ্ঞানীরা। বিশ্বের প্রথম প্রোগ্রামেবল রোবট হচ্ছে ইউনিমেট। ১৯৫৪ সালে পৃথিবীর প্রথম ডিজিটাল ও প্রোগ্রামেবল রোবট আবিষ্কার করেন জর্জ ডেভল। ১৯৬১ সালে এটি জেনারেল মোটরস নামের একটি কোম্পানির কাছে বিক্রি করে দেয়া হয়। ইউনিমেটের কাজ ছিল লোহা লক্কড় ওঠানামা করানো এবং ভারী ভারী সব বস্তু এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট