চট্টগ্রাম শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

সর্বশেষ:

ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল

অনলাইন ডেস্ক

৩ মার্চ, ২০২৫ | ১১:০৪ অপরাহ্ণ

গঙ্গা ও তিস্তা চুক্তি নিয়ে আলোচনা করতে সোমবার (৩ মার্চ) ভারত যাচ্ছেন বাংলাদেশের ১১ সদস্যের প্রতিনিধি দল। সূত্র জানিয়েছ, বাংলাদেশের সেচ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা থাকবেন সেই দলে। সব মিলিয়ে ভারতে ৫ দিনের সফরে যাচ্ছেন বাংলাদেশি দলটি। সফরকালে কলকাতা এবং ফারাক্কাতেও যাওয়ার কথা বাংলাদেশের দলটির। এ নিয়ে দিল্লি থেকে পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্নকে বার্তা পাঠানো হয়েছে বলে জানা গেছে। 

সেচ মন্ত্রণালয়ের প্রতিনিধিদল কলকাতায় পৌঁছানোর পর ওই দিনই ট্রেনে করে ফারাক্কা যাবেন। ৫ মার্চ তাঁরা ফারাক্কায় জলপ্রবাহ সংক্রান্ত পরিসংখ্যান খতিয়ে দেখবেন বলে জানানো হয়েছে। তার আগে ৪ মার্চের সফরসূচি অবশ্য এখনও চূড়ান্ত হয়নি। ৬ ও ৭ মার্চ কলকাতায় হায়াত হোটেলে দুই দেশের প্রতিনিধিদের বৈঠক হবে।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট