কুয়েতে বসবাসরত বিভিন্ন দেশীয় জনগোষ্ঠীর মধ্যে প্রবাসী বাংলাদেশিদের আইন ভাঙার হার অত্যন্ত বেশী। এমতাবস্থায়, বাংলাদেশের রাষ্ট্রদূতকে কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আইন-কানুনের প্রতি কঠোর আনুগত্য ও সুশৃঙ্খল ভাবে জীবন-যাপন করার জন্য অবহিত করতে অনুরোধ করেন কুয়েতের উপ-প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল-সাবাহ। বুধবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ দূতাবাসের ভেরিফাই ফেসবুক পেইজে এই তথ্য প্রকাশ করা হয়।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল-সাবাহ এর সাথে সৌজন্য সাক্ষাৎ কালে বাংলাদেশিদের ভিসা প্রদানের ক্ষেত্রে লা মানা(বিশেষ অনুমতি) বাতিলের প্রস্তাব করার জবাবে তিনি এসব কথা বলেন।
এছাড়াও, রাষ্ট্রদূত সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনাকালে রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে কুয়েতে দক্ষ ও পেশাদার মানবসম্পদ বিশেষ করে প্রকৌশলী, ডাক্তার, নার্স, ফিজিওথেরাপিস্ট এবং আইটি বিশেষজ্ঞদের পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশের বিশাল সম্ভাবনার কথা তুলে ধরেন। রাষ্ট্রদূত আরো উল্লেখ করেন যে, বাংলাদেশ হতে দক্ষ ও পেশাদার মানবসম্পদ কুয়েতে প্রেরণ এবং দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের প্রসারের প্রধানতম প্রতিবন্ধকতা হচ্ছে এই ‘লা মানা’ প্রথা।
সম্প্রতি কুয়েত সফরে আসেন তত্বাবধায়ক সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।তার সাথে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ প্রেসক্লাবের নেতৃবৃন্দরা বাংলাদেশিদের ভিসা ইস্যুতে লা মানা ( বিশেষ অনুমতি) বাতিলের বিষয়ে জানান। তিনি স্থানীয়দের নেতিবাচক ধারণার কথা বলেন। দেশে গিয়ে কুয়েতে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের বাংলাদেশ সফরের আমন্ত্রণের জানানোর কথাও উল্লেখ করেন।
পূর্বকোণ/এমটি