চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

দিল্লির কোচিং সেন্টারে বন্যার পানি ঢুকে তিন শিক্ষার্থীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

২৮ জুলাই, ২০২৪ | ১:৫২ অপরাহ্ণ

ভারতের রাজধানী দিল্লির রাজেন্দ্র নগরের একটি কোচিং সেন্টারের বেসমেন্টে জমা পানিতে ডুবে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুলাই) সন্ধ্যায় ওই কোচিং সেন্টারের বেসমেন্টের লাইব্রেরিতে গিয়েছিলেন তারা। সেখানেই হঠাৎ বৃষ্টির পানি ঢুকতে শুরু করে।

 

পানি বাড়তে থাকায় অনেকেই বেরিয়ে গেলেও ওই তিন শিক্ষার্থী আটকা পড়েন। বেসমেন্টেই তাদের মৃত্যু হয়। এর জেরে দিল্লিতে ছাত্রদের বিক্ষোভ শুরু হয়েছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

 

পুলিশ জানিয়েছে, কোচিং সেন্টারটির বেসমেন্টের লাইব্রেরিতে পড়তে গিয়েছিলেন অন্তত ৩০ থেকে ৩৫ জন শিক্ষার্থী। হঠাৎ সেখানে পানি ঢুকতে শুরু করে। নয় ফুট গভীর বেসমেন্টের সাত ফুটই জলমগ্ন হয়ে পড়ে। কেউ কেউ স্বাভাবিকভাবে বেরিয়ে আসতে পারলেও বাকিদের দড়ি দিয়ে টেনে তোলা হয়।

 

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও দমকল বাহিনী। পাম্পের মাধ্যমে সেখান থেকে পানি সরিয়ে তিনটি মরদেহ উদ্ধার করা হয়। কেন্দ্রীয় ডেপুটি কমিশনার অফ পুলিশ এম হর্ষবর্ধন বলেছেন, এ বিষয়ে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। সিভিল সার্ভিস প্রত্যাশীদের জন্য বিশিষ্ট কোচিং ইনস্টিটিউট এটি।

 

এ ঘটনায় দিল্লিতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারা নাগরিক কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ জানিয়েছেন। বলেছেন, ৩০ মিনিটের বৃষ্টির পরও যদি এই অবস্থা হয় তাহলে দায়ী কে? এই মৃত্যুর দায় কে নেবে?

 

কিছু ছাত্রের অভিযোগ, এ ঘটনার দায় দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন (এমসিডি) এবং ইনস্টিটিউটের পরিচালকের। এমডিসি এ ঘটনাকে বিপর্যয় বলেছে। কিন্তু একে অবহেলা বলে উল্লেখ করেছেন শিক্ষার্থীরা।

 

দিল্লির মেয়র শেলি ওবেরয় ঘটনাটিকে খুবই মর্মান্তিক উল্লেখ করে পুঙ্খানুপুঙ্খ তদন্ত ও এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন