চট্টগ্রাম মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন আজ

আন্তর্জাতিক ডেস্ক

২২ জানুয়ারি, ২০২৪ | ১২:০৮ অপরাহ্ণ

ভারতের উত্তর প্রদেশের শহর অযোধ্যায় আজ (২২ জানুয়ারি) রাম মন্দির উদ্বোধন হওয়ার কথা রয়েছে।

২০২০ সালের ৫ আগস্ট এ মন্দিরের নির্মাণকাজের সূচনা হয়। তবে কাজ এখনো শেষ হয়নি। ২০২৪ সালের ডিসেম্বরের শেষে এর প্রথম ও দ্বিতীয় তলার কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। ২০২৫-এর শেষে ওই মন্দিরের সব কাজ শেষ হবে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনের খবর বলছে, সোমবারের আয়োজনে সাত হাজারেরও বেশি মানুষকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে ভারতের বেশ কয়েকজন উচ্চপদস্থ রাজনীতিবিদও রয়েছেন বলে জানা গেছে।

বিবিসি জানায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আপাতত একতলার উদ্বোধন করবেন। ধারণা করা হচ্ছে, বছরের শেষ নাগাদ নির্মাণ সম্পূর্ণ হয়ে গেলে দৈনিক দেড় লাখ মানুষ মন্দির দর্শনে যেতে পারবেন।

এ মন্দিরকে কেন্দ্র করে পুরো অযোধ্যারই রূপ বদলে যাচ্ছে। ভারত সরকার কয়েক হাজার কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে। রাস্তাঘাটের সম্প্রসারণ থেকে শুরু করে নতুন বিমানবন্দর, বিশাল রেলস্টেশন, গাড়ি পার্কিং, সব প্রকল্পই হাতে নেওয়া হচ্ছে। স্থানীয়ভাবে বহু বাড়িঘর, দোকানপাট ভাঙা পড়ছে।

অযোধ্যায় বাবরি মসজিদ নিয়ে বিতর্ক বহু দিনের। আজকের ঘটনাটি তারই একটি অধ্যায় হিসেবে যুক্ত হতে যাচ্ছে বলে মনে করছেন অনেকে। কারণ বাবরি মসজিদ ভেঙে সেখানেই গড়ে তোলা হয়েছে রামমন্দিরটি। এর উদ্বোধনকে কেন্দ্র করে অঞ্চলটিতে এখন রয়েছে সাজসাজ রব। তবে অযোধ্যায় প্রায় পাঁচ লাখ মুসলিমের বসবাস। তারা দিনটি নিয়ে ভীতি ও শঙ্কার মধ্যে রয়েছেন। স্থানীয় বাসিন্দা ৬৫ বছর বয়সী মাওলানা বাদশাহ খান জানিয়েছেন, মন্দির উদ্বোধনের দিন বাড়িতে থাকবেন তিনি।

৩২ বছর আগে ১৯৯২ সালের ৬ ডিসেম্বর হিন্দু করসেবকরা বাবরি মসজিদ গুঁড়িয়ে দেন। পরে এ থেকে দেখা দিয়েছিল সাম্প্রদায়িক দাঙ্গা। এরপর বহু দিন এ নিয়ে মামলা চলেছে আদালতে।

ভারত স্বাধীন হওয়ার পর থেকে বাবরি মসজিদ বেশির ভাগ সময় তালাবদ্ধই ছিল। ১৯৪৯ সালে মসজিদটির ভেতরে রামলালা (শিশু রামচন্দ্র) মূর্তি আবিষ্কারের জেরে সহিংসতার আশঙ্কা দেখা দেয়। পরে আদালতের নির্দেশে গেটগুলো বন্ধ করে দেওয়া হয়। ১৯৮৬ সালে আবারও মসজিদ খুলে দেওয়া হয়।

 

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন