চট্টগ্রাম মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

নতুন আইনে নাগরিকত্বের শর্ত সহজ করল জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক

২১ জানুয়ারি, ২০২৪ | ৬:১৫ অপরাহ্ণ

জার্মানিতে এখন থেকে কোনো বিদেশি ব্যক্তি পাঁচ বছর বসবাস করলে দেশটির নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। আগে এটি ছিল আট বছর। গত শুক্রবার জার্মানির পার্লামেন্টে এ সংক্রান্ত একটি আইন পাস হয়েছে।

 

সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (এসপিডি) নেতৃত্বাধীন ক্ষমতাসীন দল আইনটি প্রস্তাব করে। প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে ৩৮২ জন, বিপক্ষে ২৩৪ জন। ভোটদান থেকে বিরত থেকেছে ২৩ জন। প্রেসিডেন্ট সই করলেই আইনটি চূড়ান্ত হবে।

 

নাগরিকত্ব আইন সংস্কারের ফলে কোনো বিদেশি ব্যক্তি জার্মানিতে পাঁচ বছর থাকলে দেশটির নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। তবে বিশেষ যোগ্যতা পূরণের ভিত্তিতে তা তিন বছরেও হতে পারে। আগে এসব মেয়াদ ছিল যথাক্রমে আট ও ছয় বছর। নতুন আইনে মা-বাবার একজন জার্মানিতে পাঁচ বছর থাকার রেকর্ড থাকলে তাদের সন্তানরা স্বয়ক্রিয়ভাবে দেশটির নাগরিক হবে।

 

জার্মানিতে এক সময় নাগরিকত্ব আইন বেশ কড়াকড়ি ছিল। কিন্তু ১৯৬০ এর দশকে দেশটিতে তুরস্ক ও ইতালি থেকে বিপুল পরিমাণ শ্রমিক যান। তখন থেকে নাগরিত্ব আইন সহজ করার দাবি জোরদার হতে থাকে। আইন সংস্কারের পর আগামী বছরগুলোতে তুরস্ক বংশোদ্ভূতসহ প্রায় ৫০ হাজার জন নাগরিত্বের আবেদন করবে বলে আশা করা হচ্ছে।

 

অভিবাসী যে দেশেরই হোক না কেন নতুন আইনে তিনি দ্বৈত পাসপোর্ট রাখার সুযোগ পাবেন। বর্তমানে সাধারণত ইইউর অন্য সদস্য দেশ ও সুইজারল্যান্ডের নাগরিকেরা পেয়ে থাকেন এমন সুবিধা।

 

তথ্যসূত্র: ডয়চে ভেলে, আল জাজিরা

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন