চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

শিশুদের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থান গাজা : ইউনিসেফ

আন্তর্জাতিক ডেস্ক

২৩ নভেম্বর, ২০২৩ | ১:২৯ অপরাহ্ণ

ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজা উপত্যকাকে বিশ্বের মধ্যে শিশুদের জন্য সবচেয়ে বিপজ্জনক স্থান বলে অভিহিত করেছেন জাতিসংঘের এক কর্মকর্তা।

বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভায় আন্তর্জাতিক শিশু জরুরি তহবিলের (ইউনিসেফ) নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘মাত্র ৪৬ দিনে ৫৩০০ টিরও বেশি ফিলিস্তিনি শিশুকে হত্যা করা হয়েছে। গাজায় প্রতিদিন ১১৫টিরও বেশি শিশু মারা যাচ্ছে এবং এটা সপ্তাহের পর সপ্তাহ ধরে চলছে। এই পরিসংখ্যানের ভিত্তিতে, গাজায় মৃত্যুর ৪০ ভাগই শিশুরা। এটি নজিরবিহীন।’

রাসেল বলেন, ‘গাজার শিশুরা বোমা, রকেট হামলা এবং বন্দুকযুদ্ধ ছাড়াও বিপর্যয়কর জীবনযাত্রার কারণে ‘চরম ঝুঁকিতে’ রয়েছে।

তিনি আরও বলেন, ‘শিশু হয়ে জন্ম নেওয়ার জন্য গাজা উপত্যকা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জায়গা। গাজায় শিশুদের ওপর সংঘটিত সহিংসতার প্রভাব বিপর্যয়কর, নির্বিচার এবং অসামঞ্জস্যপূর্ণ।’

এ সময় তিনি জোর দিয়ে বলেন যে ‘শুধু মানবিক বিরতি যথেষ্ট নয়। ইউনিসেফ অবিলম্বে এই হত্যাকাণ্ড বন্ধ করার জন্য একটি জরুরি মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে।’

গত ৭ অক্টোবর ইসরায়েলের ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের আন্তঃসীমান্ত হামলার পর অবরুদ্ধ গাজা উপত্যকায় নিরলস বিমান ও স্থল হামলা শুরু করে ইসরায়েল।

উপত্যকাটিতে ইসরায়েলি বর্বর হামলায় নিহতের সংখ্যা ইতোমধ্যেই ১৪ হাজার ৫৩২ জনে পৌঁছেছে। নিহত এসব ফিলিস্তিনিদের মধ্যে শিশুদের সংখ্যাই ৬ হাজারের বেশি।

 

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন