চট্টগ্রাম শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

ভারতে তাজিয়া মিছিলের পতাকায় বিদ্যুতের তারের স্পর্শ, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

৩০ জুলাই, ২০২৩ | ১:০৩ অপরাহ্ণ

তাজিয়া মিছিলের পতাকায় বিদ্যুতের তারের স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ১০ জন। শনিবার (২৯ জুলাই) সকালে ভারতের ঝাড়খন্ডে এ ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানায়, তাজিয়া মিছিল বের করার পর হঠাৎ পতাকা বাঁধা লোহার রডে ১১ হাজার ভোল্টের তারের স্পর্শ লাগে। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হন ১৪ জন। তাদেরকে বোকারো জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করেন। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক।

 

বোকারোর পুলিশ সুপার প্রিয়দর্শী অলোক বলেন, রাঁচি শহর থেকে ৮০ কিলোমিটার দূরে পেতারওয়ার পুলিশ স্টেশনের আওতায় এই দুর্ঘটনাটি ঘটেছে। ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।

 

বোকারোর ডেপুটি কমিশনার কুলদীপ চৌধুরী জানান, সাধারণত কোন এলাকায় মহরমের তাজিয়া মিছিল বের হলে সেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। কিন্তু এখানে কেন সেরকমটা হলো না কেনো, সেটা খতিয়ে দেখা হচ্ছে।

 

এর আগে গত মাসে উল্টো রথ যাত্রায় ত্রিপুরায় বৈদ্যুতিক তারের স্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান ৭ জন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট