চট্টগ্রাম সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

অস্ট্রেলিয়ায় বিয়ের বাস দুর্ঘটনায় নিহত ১০, আহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক

১২ জুন, ২০২৩ | ১১:৩৩ পূর্বাহ্ণ

অস্ট্রেলিয়ায় বিয়ের অতিথি বহনকারী একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে অন্তত ১০ জন নিহতের ঘটনা ঘটেছে এবং আরও ২৫ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রবিবার রাত সাড়ে এগারোটায় সিডনি থেকে প্রায় ১৮০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ওয়েইন অঞ্চলে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশের ধারণা, চার্টার্ড বাসটি একটি বিবাহের সংবর্ধনা অনুষ্ঠান শেষে অতিথিদের নিয়ে তাদের বাসস্থানে যাচ্ছিল। সে সময় নিউ সাউথ ওয়েলসের হান্টার ভ্যালির গ্রেটার কাছে ওয়াইন কাউন্টি ড্রাইভে বাসটি উল্টে যায়।

নিউ সাউথ ওয়েলস পুলিশের ভারপ্রাপ্ত সহকারী কমিশনার ট্রেসি চ্যাপম্যান জানান, “দুর্ঘটনার পর ৫৮ বছর বয়সী বাস চালককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে এই দুর্ঘটনার জন্য অভিযুক্ত করা হতে পারে।“

দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে দু’জন যাত্রীকে হেলিকপ্টারে করে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে দুর্ঘটনার সময় সেখানে ঘন কুয়াশা ছিল বলে জানা গেছে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ দুর্ঘটনায় শোক জানিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেন, “এরকম আনন্দের একটি দিনে এমন ভয়ানক প্রাণহানির মধ্য দিয়ে শেষ হওয়া সত্যিই দুঃখজনক। নিহতদের প্রিয়জনদের প্রতি আমাদের গভীর সহানুভূতি রইলো।“

নিউ সাউথ ওয়েলসের হান্টার ভ্যালি বিয়ে বা যে কোন অনুষ্ঠান করার জন্য একটি জনপ্রিয় স্থান।

 

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন