চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

ভারতে ট্রেন দুর্ঘটনা : মর্মাহত বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

৪ জুন, ২০২৩ | ১২:৫৯ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ভারতে ট্রেন দুর্ঘটনার খবরে মর্মাহত হয়েছেন। এক বিবৃতিতে তিনি ভয়াবহ এ ট্রেন দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।

বিবৃতিতে বাইডেন জানান, ‘ভারতে ভয়াবহ এ ট্রেন দুর্ঘটনার খবরে ফার্স্ট লেডি জিল বাইডেন ও আমি মর্মাহত। এ দুর্ঘটনায় যারা প্রিয়জন হারিয়েছেন ও আহত হয়েছেন, তাদের প্রতি আমাদের সমবেদনা রইলো।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় ভারতের জনগণের পাশাপাশি যুক্তরাষ্ট্রের জনগণও শোকাহত।’

শুক্রবার সন্ধ্যায় ওড়িশা রাজ্যের বালেশ্বরের বাহাঙ্গাবাজার স্টেশনের কাছে তিনটি ট্রেনের সংঘর্ষ হলে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। এনডিটিভির তথ্যমতে এ দুর্ঘটনায় নিহত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৮ জনে জানিয়েছে কর্তৃপক্ষ। আর দুর্ঘটনায় আহত হয়েছেন ৮০৩ জন।

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন