চট্টগ্রাম রবিবার, ১৯ মে, ২০২৪

সর্বশেষ:

পাকিস্তানে চীনা দূতাবাসের কনস্যুলার বিভাগ বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

১৭ ফেব্রুয়ারি, ২০২৩ | ১১:১০ অপরাহ্ণ

পাকিস্তানে প্রযুক্তিগত সমস্যার কারণে দূতাবাসের কনস্যুলার বিভাগ সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে চীন। আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সম্প্রচারমাধ্যম জিও নিউজ।

এর আগে চীনা দূতাবাস তাদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে কনস্যুলার বিভাগ সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেয়।

প্রতিবেদনে আরও বলা হয়, চীনা দূতাবাস ১৩ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কনস্যুলার বিভাগ বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে। যদিও বিষয়টি সংবাদমাধ্যম এসেছে বুধবার।

এর আগে নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে চীন সরকার তাদের নাগরিকদের পাকিস্তানে থাকাকালীন সতর্ক থাকার পরামর্শ দেয়। শনিবার (১১ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার বিভাগ জানায়, তারা পাকিস্তানে উচ্চমাত্রার নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারেন।

পরদিন বিদেশি নাগরিকদের সুরক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে পাকিস্তান। রোববার (১২ ফেব্রুয়ারি) সন্ত্রাসদমন ও বিদেশি নাগরিকদের নিরাপত্তা সংক্রান্ত এক বৈঠকে সভাপতিত্ব করেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। তিনি পাকিস্তানি ও বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

শেয়ার করুন