চট্টগ্রাম রবিবার, ১৯ মে, ২০২৪

সর্বশেষ:

সিরিয়ায় সেনাসহ ৫৩ জনকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

১৮ ফেব্রুয়ারি, ২০২৩ | ১১:২৯ পূর্বাহ্ণ

সিরিয়ার হোমস প্রদেশে ভয়াবহ হামলা চালিয়ে অন্তত ৫৩ জনকে হত্যা করা হয়েছে। আহতদের উদ্ধার করে পালমিরা প্রদেশের হাসপাতালে নেওয়া হয়েছে।

 

এ ঘটনার সঙ্গে জঙ্গিগোষ্ঠী আইএস জড়িত বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা। 

 

পালমিরার হাসপাতালের পরিচালক ওয়ালিদ অদি বলেন, নিহতদের মধ্যে ৪৬ জন বেসামরিক বাকি ৭ জন সেনা। আহত সাতজনকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

 

আহতদের একজন সানা সংবাদমাধ্যমকে বলেন, ‘আইএসের সদস্যরা তাদের গাড়িও জ্বালিয়ে দিয়েছে।’

 

এ ঘটনা আইএস ঘটিয়েছে বলে দাবি করলেও এখনও কোনও গোষ্ঠী আনুষ্ঠানিক দায় স্বীকার করেনি।

 

তবে প্রায় সময় সরকারি বাহিনী ও বেসামরিক মানুষের ওপর হামলার দায় স্বীকার করে বিবৃতি দিতে দেখা যায় আইএসকে।

 

২০২১ সালের এপ্রিলে চরমপন্থী গোষ্ঠীটি হামা প্রদেশের পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি গ্রাম থেকে ১৯ জন বেসামরিক লোককে অপহরণ করে। ২০২২ সালেও এমন অনেক ঘটনায় জড়িত আইএস। কয়েক বছর ধরে সিরিয়ার উত্তরপূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের মরুভূমি এলাকায় সাধারণ লোকজনকে টার্গেট করে হামলা চালাচ্ছে জঙ্গিগোষ্ঠীটি। সূত্র: আল জাজিরা।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন