চট্টগ্রাম রবিবার, ১৯ মে, ২০২৪

সর্বশেষ:

ক্ষেপণাস্ত্র হামলার জন্য রাশিয়াকে ‘ক্ষমা করবে না’ ইউক্রেন: জেলেনেস্কি

আন্তর্জাতিক ডেস্ক

১ জানুয়ারি, ২০২৩ | ১১:৩২ পূর্বাহ্ণ

নতুন বছরের প্রাক্কালে রাজধানী কিয়েভসহ ইউক্রেনে ২০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। হামলার পরপরই ক্ষুব্ধ বার্তা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, রাশিয়া এবং তার আগ্রাসনকে কখনোই ক্ষমা করবে না ইউক্রেন।

 

শনিবার (৩১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

 

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। গত তিন দিনের মধ্যে দেশটিতে এটি দ্বিতীয়বার সিরিজ ক্ষেপণাস্ত্র হামলা এবং সর্বশেষ হামলায় ইউক্রেনের রাজধানী শহরে কমপক্ষে একজন প্রাণ হারিয়েছেন। এর আগে ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণের পর গত শুক্রবার দেশটিতে সবচেয়ে বড় বিমান হামলা চালায় রুশ বাহিনী।

 

সোশ্যাল মিয়িায় দেওয়া বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘নববর্ষের প্রাক্কালে বেশ কয়েকবার সিরিজ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলো। মানুষের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র … এর জন্য বিশ্বের কেউ আপনাকে ক্ষমা করবে না। ইউক্রেন ক্ষমা করবে না।’

 

শনিবার নতুন বছরের প্রাক্কালে ইউক্রেনজুড়ে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মস্কো শয়তানের সাথে জোট করেছে। ভিডিও ভাষণে কথা বলার সময় তিনি আরও বলেন, ইস্টার এবং ক্রিসমাসেও হামলা চালিয়েছিল রাশিয়া।
জেলেনস্কি বলেন, ‘তারা নিজেদেরকে খ্রিস্টান বলে … কিন্তু তারা শয়তানের জন্য (কাজ করছে)। তারা তার (শয়তানের) জন্য এবং তার (শয়তানের) সাথে আছে।’

 

ইউক্রেনের প্রেসিডেন্ট রুশ নাগরিকদের উদ্দেশে বলেছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার ভবিষ্যৎ ধ্বংস করছেন। মিত্রদের আরও অ্যান্টি-এয়ারক্রাফ্ট এবং অ্যান্টি-মিসাইল সিস্টেম সরবরাহ করার আহ্বান পুনর্ব্যক্ত করে জেলেনস্কি বলেন, ‘সন্ত্রাসের জন্য আপনাকে কেউ ক্ষমা করবে না। এর জন্য পৃথিবীর কেউ আপনাকে ক্ষমা করবে না। ইউক্রেন ক্ষমা করবে না।’

 

এদিকে কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, রাজধানীতে ধারাবাহিক বিস্ফোরণের পর অন্তত একজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। মেয়র বলেন, আহতদের মধ্যে একজন জাপানি সাংবাদিকও রয়েছে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন