চট্টগ্রাম বুধবার, ২২ মে, ২০২৪

ইরাকে আমিরাতের মালিনাকাধীন গ্যাস স্থাপনায় রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক

২৬ জুন, ২০২২ | ২:২৭ অপরাহ্ণ

ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলে সংযুক্ত আরব আমিরাতের মালিনাকাধীন গ্যাস স্থাপনার কাছে তিন দফা রকেট হামলা হয়েছে। শনিবার (২৫ জুন) তৃতীয়বারের মতো এ হামলা চালানো হয়। এর আগে গত বুধবার ও শুক্রবার গ্যাস স্থাপনা লক্ষ্য করে কাতিউশা রকেট হামলা করা হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার খোর মোর গ্যাস কমপ্লেক্স নামের এ গ্যাস স্থাপনা লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়। গ্যাস স্থাপনাটি সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি কোম্পানি ডানা গ্যাসের মালিকানাধীন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরাকের আধা স্বায়ত্তশাসিত এই কুর্দি অঞ্চলের অন্যত্র জ্বালানি অবকাঠামো লক্ষ্য করেও হামলা হয়েছে। ওই স্থাপনার পাশের কদর কারাম জেলার একজন সরকারি কর্মকর্তা সেদিক মোহাম্মদ এসব তথ্য জানিয়েছেন।

সেদিক মোহাম্মদ বলেছেন, গ্যাস স্থাপনাটি থেকে আনুমানিক ৫০০ মিটার দূরে শনিবার রকেট আঘাত হানে। তাৎক্ষণিক এ হামলার দায় কেউ স্বীকার করেনি।

 

ইরাকের উত্তরের কুর্দি অঞ্চলের একটি নিরাপত্তা পরিষদ দ্য কাউন্টার টেররিজম গ্রুপ এক বিবৃতিতে জানিয়েছে, খোর মোর গ্যাস ফিল্ডে মোট ছয়টি রকেট আঘাত হানে। উত্তরাঞ্চলীয় দুই শহর কিরকুক ও সুলাইমানিয়ার মাঝামাঝিতে ওই গ্যাস স্থাপনার অবস্থান।

এর আগে গত এপ্রিলে একই জ্বালানি পরিশোধনাগারের (অঞ্চলটির সর্ববৃহৎ জ্বালানি স্থাপনা) কাছে তিনটি রকেট আঘাত হানে। তবে এতে ক্ষয়ক্ষতি বা কেউ হতাহত হয়নি। এরপর মে মাসে উত্তর-পশ্চিমাঞ্চলের আঞ্চলিক রাজধানী ইবরিলে কাওয়ারগোস্ক জ্বালানি পরিশোধনাগারের কাছে একটি রকেট হামলায় অল্প ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।

 

পূর্বকোণ/এএস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট