চট্টগ্রাম সোমবার, ২০ মে, ২০২৪

সর্বশেষ:

চীনে আবারও বাড়ছে করোনা শনাক্ত, মৃত্যু ৩

অনলাইন ডেস্ক

১৮ এপ্রিল, ২০২২ | ১১:১০ পূর্বাহ্ণ

চীনে নতুন করে লকডাউনের পর করোনায় প্রথম মৃত্যুর খবর দিল সাংহাই প্রশাসন। রবিবার (১৭ এপ্রিল) শহরটিতে তিনজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কমিশন।

সোমবার (১৮ এপ্রিল) চীন সরকার জানিয়েছে, গতকাল সাংহাইয়ে প্রথমবার করোনায় মৃত্যু হয়েছে। একইদিন শহরে ২২ হাজার ২৪৮ জন নতুন করে করোনা শনাক্ত হয়েছে।

 

এক বিবৃতিতে সাংহাই স্বাস্থ্য কমিশন জানান, অনেক চেষ্টা সত্ত্বেও আক্রান্ত তিনজনই হাসপাতালে মারা গেছে। গত তিন সপ্তাহ আগে এই শহরে ওমিক্রনের সংক্রমণ ছড়িয়ে পড়লে, কঠোর লকডাউনের পথে হাটে সরকার। ফলে কয়েক লাখ মানুষ ঘরবন্দি।

জানা যায়, করোনায় মৃত তিনজনের বয়স ৮৯ থেকে ৯১। তারা করোনা প্রতিষেধক ভ্যাকসিন নেয়নি।

 

প্রসঙ্গত, গত মার্চ মাস থেকে সাংহাইতে কঠোর বিধি-নিষেধ বলবৎ রয়েছে। তাতেও কোনও লাভ দেখা যাচ্ছে না। কঠোর নিষেধাজ্ঞা জারি করা সত্ত্বেও কমছে না আক্রান্ত। সংক্রমণ দেখে বোঝাই যাচ্ছে সাংহাই করোনা দাপিয়ে বেড়াচ্ছে। ২০১৯ সালে ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। এরপরই দ্রুত ছড়িয়ে পড়ে পুরো দুনিয়া।

পূর্বকোণ/এস

শেয়ার করুন