চট্টগ্রাম রবিবার, ১৯ মে, ২০২৪

‘ক্ষমতা ছাড়তে বেদেশি চক্রান্ত’, দেশজুড়ে বিক্ষোভের আহ্বান ইমরান খানের

আন্তর্জাতিক ডেস্ক

২ এপ্রিল, ২০২২ | ১০:৪৩ অপরাহ্ণ

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে দেশটির জাতীয় পরিষদে আগামীকাল ৩ এপ্রিল অনাস্থা প্রস্থাবে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। এর মধ্যে আজ শনিবার দেশজুড়ে বিক্ষোভের আহ্বান জানালেন ইমরান খান।

পাকিস্তানি সংবাদমাধ্যম একপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাসীন সরকারকে উৎখাতে যে বিদেশি চক্রান্ত চলছে তার বিরুদ্ধে ইমরান খান দেশজুড়ে তরুণদের শান্তিপূর্ণ বিক্ষোভের আহ্বান জানিয়েছেন।

যুবকদের উদ্দেশে দেওয়া ভাষণে ইমরান খান বলেন, ‘এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনার আওয়াজ তুলুন এবং প্রতিবাদ করুন। এটি আমার জন্য নয়, দেশের ভবিষ্যতের জন্য।’

ইমরান খান দাবি করে আসছেন, তাকে ক্ষমতা থেকে সরাতে একটি বিদেশি শক্তি চক্রান্ত করছে। নাম উল্লেখ না করে তিনি যুক্তরাষ্ট্রের দিকে এই অভিযোগের ইঙ্গিত করেছেন।

গত বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেন ইমরান খান। সেখানে তিনি হুমকি দেওয়া চিঠির নেপথ্যে মুখ ফসকে যুক্তরাষ্ট্রের নাম বলেন। তবে দ্রুত তা সংশোধন করেন।

 

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন