চট্টগ্রাম রবিবার, ১৯ মে, ২০২৪

নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরই কেবল মহাকাশে অংশীদারিত্ব সম্ভব: রাশিয়া

পূর্বকোণ ডেস্ক

২ এপ্রিল, ২০২২ | ৯:৩১ অপরাহ্ণ

পোস্টে তিনি লেখেন, ‘‘রাশিয়ার অর্থনীতিকে হত্যা করতে এবং আমাদের জনগণকে হতাশায় ও ক্ষুধায় নিমজ্জিত করতে ওই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যাতে আমাদের দেশ (তাদের সামনে) হাঁটু গেড়ে বসে। নিজেদের লক্ষ্য পূরণে তারা কখনো সফল হবে না, যদিও তাদের উদ্দেশ খুবই পরিষ্কার।

‘‘এ কারণে আমি বিশ্বাস করি, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) এবং মহাকাশে অন্যান্য প্রকল্পে স্বাভাবিক অংশীদারিত্বের সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা শুধুমাত্র তখনই সম্ভব যখন শর্তহীনভাবে অবৈধ ওই নিষেধাজ্ঞা সম্পূর্ণরূপে প্রত্যাহার করে নেওয়া হবে।”

রাগোজিন বলেন, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানের মহাকাশ সংস্থাগুলোর সঙ্গে রসকসমসের সহযোগিতার সম্পর্কের অবসানের প্রস্তাব শিগগিরই রুশ কর্তৃপক্ষকে দেওয়া হবে।

এর আগে রাগোজিন বলেছিলেন, ইউক্রেইন যুদ্ধের জেরে রাশিয়ার ওপর পশ্চিমারা যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার ফলে আইএসএস এ যুক্তরাষ্ট্র-রাশিয়া অংশীদারিত্বের সম্পর্ক ‘ধ্বংস’ হয়ে যাবে।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন