চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

১২ নম্বর সন্তানের বাবা হওয়ার কথা প্রকাশ করলেন ইলন মাস্ক

অনলাইন ডেস্ক

২৫ জুন, ২০২৪ | ১২:২৪ পূর্বাহ্ণ

পৃথিবীর শীর্ষ ধনী, প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক নিত্যনতুন উদ্যোগের পাশাপাশি নানা ধরনের হঠকারী সিদ্ধান্তের জন্য বছরজুড়েই আলোচনায় থাকেন। এবার তিনি আলোচনায় এসেছেন দ্বাদশ অর্থাৎ ১২ নম্বর সন্তানের বাবা হিসেবে। তাঁর ১২ নম্বর সন্তানের মা শিভন জিলিস।

 

চলতি বছরের শুরুতে দ্বাদশ সন্তানের বাবা হন ইলন মাস্ক। এত দিন বিষয়টি গোপন থাকলেও সম্প্রতি ব্লুমবার্গের এক প্রতিবেদনে ইলন মাস্কের এই সন্তানের কথা প্রকাশ করা হয়। ব্লুমবার্গের প্রতিবেদনের পর পেজ সিক্সকে সরাসরি সন্তানের কথা উল্লেখ না করে ইলন মাস্ক বলেন, ‘বিষয়টি আমাদের বন্ধু ও পরিবারের সদস্যরা জানেন। এখানে গোপনীয়তার কিছু নেই।’

 

জানা গেছে, এক ডজন সন্তানের বাবা হলেও নতুন শিশুটি ইলন ও শিভন দম্পতির তৃতীয় সন্তান। ৩৮ বছর বয়সী শিভন ইলন মাস্কের মালিকানাধীন নিউরালিংকের একজন পরিচালক। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ভেঞ্চার ক্যাপিটালে অভিজ্ঞ তিনি। ২০২১ সালের নভেম্বরে ইলন-জিলিস দম্পতির যমজ সন্তান স্ট্রাইডার ও আজুরের জন্ম হয়।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন