চট্টগ্রাম রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

কৃত্রিম বুদ্ধিমত্তা : সংবাদপত্রের জন্য গুগল টুল

অনলাইন ডেস্ক

২৪ জুলাই, ২০২৩ | ৯:২৮ অপরাহ্ণ

অভিনব আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) সমৃদ্ধ টুল আনার ঘোষণা দিয়েছে সার্চ ইঞ্জিন গুগল। আর তা সাংবাদিকদের জন্যই বিশেষভাবে ডিজাইন করা। নিউজ আর্টিকেল লিখতে ও গবেষণা সহায়ক হবে বিশেষ টুলটি। গুগলের অভ্যন্তরীণ উপস্থাপনায় নতুন (এআই) প্রযুক্তিকে ‘জেনেসিস’ নামে অভিহিত করা হচ্ছে।

গুগল মুখপাত্র জানালেন, এআই টুলটি বহুলাংশে সংবাদ প্রতিবেদন তৈরিতে সহায়ক হবে। সংবাদের বিষয়বস্তু, পাঠকশ্রেণি নির্ধারণ ও প্রকাশনা নীতির ওপর ভিত্তি করে প্রতিবেদন তৈরিতে ভিন্নতা আনতে পারবে। সুবিশাল তথ্যকে খুবই দ্রুততম সময়ের মধ্যে যাচাইয়ে পারদর্শী হবে টুলটি। ভাষা ও ব্যাকরণগত ভুল সংশোধনে দক্ষতার পরিচয় দেবে জেনেসিস। বহু ভাষা নিয়ে দ্রুত কাজ করার সক্ষমতাও থাকবে তার।

তবে সংবাদ সংগ্রহ, প্রতিবেদন তৈরি বা সত্যতা যাচাইয়ের মতো কাজে সাংবাদিকদের প্রতিস্থাপন করতে জেনেসিস ব্যবহৃত হবে না। আর তা সম্ভবও নয় বলে সাফ জানিয়ে দেয় গুগল কর্তৃপক্ষ। প্রযুক্তি বিশ্লেষকরা মনে করেন, গুগল (এআই) টুলের ভালো ও মন্দ দুই রকম দিকই আছে। সংবাদমাধ্যমে কাজের সময় আরও কমিয়ে আনার সঙ্গে সহজভাবে বিষয়বস্তু উপস্থাপন করতে সক্ষম।

সংবাদমাধ্যমের যেসব কর্মকর্তা গুগল উদ্ভাবিত ওই নতুন প্রযুক্তির ধারণা পেয়েছেন, তারা বলছেন, এটা ‘বিচলিত হওয়ার মতোই’। তারা ভবিষ্যৎ সাংবাদিকতা এবং সংশ্লিষ্ট খাতে এআই ঘরানার টুলের কার্যক্ষমতা নিয়ে বিশদ প্রশ্ন তুলেছেন। অ্যাসোসিয়েটেড প্রেস ওপেন এআই মালিকানাধীন চ্যাটজিপিটির সঙ্গে অংশীদারিত্বের চুক্তি করবে। এমন ঘোষণার ক’দিনের মধ্যেই নতুন খবর সামনে এলো, সংবাদশিল্পে একই ধারণার আরও নতুন চুক্তির আবির্ভাব হতে পারে বলে অনুমেয়।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট