চট্টগ্রাম শনিবার, ১৮ মে, ২০২৪

আজ ই-কমার্স দিবস

অনলাইন ডেস্ক

৭ এপ্রিল, ২০২২ | ৪:১৩ অপরাহ্ণ

আজ ৭ এপ্রিল, ই-কমার্স দিবস। ২০১৫ সালে বাংলাদেশে প্রথমবারের মতো ই-কমার্স দিবস পালন করা হয়। এরই ধারাবাহিকতায় প্রতিবছরের মতো এই বছরও দিনটি পালিত হচ্ছে।   

 

দেশের ই-কমার্স খাতকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে ‘ই-কমার্স দিবস’ উদ্‌যাপন করছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। এ ছাড়া আজ থেকে সপ্তাহজুড়ে উদ্‌যাপিত হচ্ছে ‘ই-কমার্স সপ্তাহ’। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘গ্রাম থেকে বিশ্বে ই-কমার্সই শীর্ষে’।

 

ই-ক্যাবের প্রায় ১ হাজার ৭০০ সদস্য প্রতিষ্ঠানসহ সারা দেশের ই-কমার্স সংশ্লিষ্ট ব্যক্তি, বিভিন্ন বাণিজ্য সংগঠনের প্রতিনিধি ও ই-কমার্স উদ্যোক্তারা দিবসটি উদযাপন করছেন।

 

রমজানের কারণে এ বছর ই-কমার্স দিবসে বড় কোনো আয়োজন থাকছে না বলে জানিয়েছেন ই-ক্যাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল ওয়াহেদ তমাল। তবে ই-কমার্স সপ্তাহ উপলক্ষে আগামী ১৫ এপ্রিল ইফতার পার্টির আয়োজন করা হয়েছে।

 

প্রসঙ্গত, ২০১৪ সালে ৬০টির মতো ই-কমার্স প্রতিষ্ঠানের উদ্যোক্তাদের নিয়ে যাত্রা শুরু করে ই-ক্যাব। এর পরের বছর থেকেই ই-বাণিজ্যের প্রচার ও প্রসারে ই-কমার্স দিবস পালন শুরু করে সংগঠনটি। বর্তমানে ই-ক্যাবের সদস্যসংখ্যা প্রায় ১ হাজার ৭০০।

পূর্বকোণ/এস 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট