চট্টগ্রাম রবিবার, ১৯ মে, ২০২৪

সর্বশেষ:

গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং খাতের কর্পোরেট ট্যাক্স ১০% করার দাবি

নিজস্ব প্রতিবেদক 

২০ মার্চ, ২০২২ | ৭:৫৩ অপরাহ্ণ

সরকারের রাজস্ব আগাম প্রাপ্তি এবং ব্যবসা-বাণিজ্য সংশ্লিষ্ট প্রয়োজনীয় ডকুমেন্টসমূহের প্রাপ্তির লক্ষ্যে আগামী ২০২২-২০২৩ বছরের প্রস্তাবিত বাজেটে দুই দফা প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ এন্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশেন (বিজিএপিএমইএ)। 

প্রস্তাবনা প্রসঙ্গে সংগঠনের প্রথম সহ-সভাপতি মোহাম্মদ বেলাল বলেন, পোশাক রপ্তানির ধারা অব্যহত রাখতে গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং সেক্টরের কর্পোরেট ট্যাক্স ১০/১২% ধার্য্য করা প্রয়োজন এবং শিল্প প্রতিষ্ঠান স্থাপন ও ব্যবসা পরিচালনায় অত্যাবশ্যকীয় লাইসেন্স/নিবন্ধনের মেয়াদ এককালীন তিন বছর ধার্য্য করা প্রয়োজন।

তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের ২০১৭ সালের আগস্টের এস.আর.ও (নং-২৫৫-আইন/আয়কর/২০১৭) অনুয়ায়ী নিটওয়্যার ও ওভেন গার্মেন্টস উৎপাদন রপ্তানির ক্ষেত্রে কোম্পানি করদাতার জন্য আয়কর ২২% এবং গ্রিন বিল্ডিং সার্টিফিকেশন থাকলে সেক্ষেত্রে আয়করের হার ১০% করা হয়েছে। অথচ এক্সেসরিজ ও প্যাকেজিং সেক্টরের জন্য তা ৩০% ধার্য্য করা হয়েছে। পোশাক রপ্তানির ধারা অব্যাহত রাখতে এবং গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং শিল্প প্রতিষ্ঠানের বিকাশে স্বার্থে এ সেক্টরের কর্পোরেট ট্যাক্স ১০/১২% ধার্য্য হওয়া প্রয়োজন।

মোহাম্মদ বেলাল আরো বলেন, শিল্প প্রতিষ্ঠান স্থাপন ও ব্যবসা পরিচালনায় অত্যাবশ্যকীয় লাইসেন্স/নিবন্ধনের মেয়াদ এককালীন তিন বছর ধার্য্য করা প্রয়োজন। শিল্প প্রতিষ্ঠান স্থাপন রপ্তানি ও ব্যবসা পরিচালনায় গতি আনার লক্ষ্যে ট্রেড লাইসেন্স, বিডার অনুমোদন, টিআইএন, বিআইএন, ইআরসি, আইআরসি, ফায়ার লাইসেন্স, বন্ড লাইসেন্স, কাঁচামালের আমদানি প্রাপ্যতা, পরিবেশ ছাড়পত্র, বন্ড লাইসেন্স, কাঁচামালের আমদানি প্রাপ্যতা, পরিবেশ ছাড়পত্রসহ শিল্প ও ব্যবসার ধারণভেদে ৩৩ প্রকারের লাইসেন্স/নিবন্ধনের প্রয়োজন হয়। এ সময় দলিলাদি অধিকাংশই বছরভিত্তিক ইস্যু হয়ে থাকে, যাতে প্রতিষ্ঠানের অর্থ ও সময় ব্যয় হয়।

ওই সব অত্যাবশ্যকীয় দলিলাদি অগ্রীম ফি/কর জমা দিয়ে তিন বছরের জন্য করা হলে সরকার একদিকে যেমন অগ্রীম কর ও ফি প্রাপ্ত হবে, তেমনি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সময় ও অর্থের সাশ্রয় হবে।

উল্লেখ্য, শতভাগ রপ্তানিমুখী গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং সেক্টরে প্রায় দুই হাজার বন্ডেজ শিল্প প্রতিষ্ঠান রয়েছে। জাতীয় রপ্তানি নীতি, বস্ত্র নীতি এবং শিল্প নীতিতে প্রত্যক্ষ ও পরোক্ষ রপ্তানিকারকদের সমসুযোগ প্রদানের বিধান রাখা হয়েছে। জাতীয় রপ্তানিতে পোশাক রপ্তানির ৮৪ শতাংশ শেয়ারের মধ্যে এক্সেসরিজ ও প্যাকেজিং পণ্যের সংযোজন হিসেবে এই সেক্টরের শেয়ার ১৮-২০ শতাংশ। যা পোশাক শিল্পের অবদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

 

পূর্বকোণ/সাফা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট