চট্টগ্রাম শনিবার, ১৮ মে, ২০২৪

সর্বশেষ:

কাস্টমস-বন্ড সমস্যার নিরসন হলে পোশাক রপ্তানিতে গতি আসবে : বিজিএমইএ সভাপতি

নিজস্ব প্রতিবেদক

৬ ফেব্রুয়ারি, ২০২২ | ৫:৪৬ অপরাহ্ণ

পোশাক পণ্য রপ্তানিতে বর্তমানে বন্দরে নয়, কাস্টমস ও বন্ডের সমস্যাই দেখছে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। কাস্টমস-বন্ডের সমস্যা দূর করা গেলে তৈরি পোশাক রপ্তানিতে গতি আসবে বলে মন্তব্য করেছেন তিনি।

রবিবার (৬ ফেব্রুয়ারি) বেলা দেড়টার দিকে চট্টগ্রাম-ইতালি সরাসরি পণ্য পরিবহনকারী জাহাজ ‘সোঙ্গা চিতা’ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, ‘চট্টগ্রাম বন্দর এখন বেশ গতিশীল হয়েছে। পণ্য পাঠাতে বন্দর নিয়ে আমাদের কোন সমস্যা হচ্ছে না। তাছাড়া পতেঙ্গা ও বে টার্মিনাল প্রকল্প বাস্তবায়ন হলে বন্দর আরো গতিশীল হবে। কিন্তু বর্তমানে কাস্টমস ও বন্ডের কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা। এর কারণে আমাদেরকে পণ্য পাঠাতে গিয়ে নানামুখী সমস্যা পোহাতে হচ্ছে। আমরা কাস্টমস, বন্ডের সমস্যাগুলো নিয়ে আগেও এনবিআরের সাথে কথা বলেছিলাম। সামনে আবারো কথা বলব।’

 

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট