চট্টগ্রাম রবিবার, ১৯ মে, ২০২৪

৬০ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরি

অনলাইন ডেস্ক

১১ আগস্ট, ২০২১ | ২:৪২ অপরাহ্ণ

সম্প্রতি ব্লকচেইন সাইট পলি নেটওয়ার্কের সিস্টেমের একটি দুর্বলতাকে কাজে লাগিয়ে ৬০ কোটি ডলারের ডিজিটাল মুদ্রা হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। ডিজিটাল মুদ্রার জগতে এটা সবচেয়ে বড় চুরির ঘটনা। এর মধ্যে ২৬ কোটি ৭০ লাখ ডলারের ইথার, ২৫ কোটি ২০ লাখ ডলারের বিন্যান্স ও সাড়ে ৮ কোটি ডলারের ইউএসডিসি টোকেন আছে।

বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পলি নেটওয়ার্ক কর্তৃপক্ষ হ্যাকারদের সঙ্গে যোগাযোগ স্থাপনের উদ্দেশে এবং এই অর্থ ফেরত দেওয়ার আহবান জানিয়ে একটি বিবৃতি টুইটারে পোস্ট দিয়েছে। ওই চিঠিতে পলি নেটওয়ার্ক হ্যাকারের উদ্দেশে লিখেছে, ‘আপনারা যে পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন, তা ইতিহাসের অন্যতম বড় চুরি। যেকোনো দেশে আইন প্রয়োগকারীরা এটিকে একটি বড় অর্থনৈতিক অপরাধ হিসেবে গণ্য করবে এবং আপনাদের নজরে রাখা হবে। আপনি যে অর্থ চুরি করেছেন, তা হাজার হাজার ক্রিপ্টো সম্প্রদায়ের সদস্যদের।’

পলি নেটওয়ার্ক বলেছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে যে হ্যাকাররা তাদের কন্ট্রাক্ট কলের দুর্বলতাকে কাজে লাগিয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট