চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১০ জুলাই, ২০২৫

সর্বশেষ:

বইয়ের ভুবন বাতিঘর ২০০৫ - ২০২৫
বাতিঘর

বইয়ের ভুবন বাতিঘর ২০০৫ – ২০২৫

অনলাইন ডেস্ক

২৭ জুন, ২০২৫ | ৬:৩৪ অপরাহ্ণ

২০০৫ সালের ১৭ জুন চট্টগ্রাম শহরে চেরাগী পাহাড়ের মোড়ে ১০ বাই ১০ ফিটের ছোট্ট একটা ঘরে স্বল্প পুঁজি আর অল্প বই আর বইয়ের প্রতি অপার ভালোবাসা নিয়ে বাতিঘরের যাত্রা শুরু হয়েছিল। গত ১৭ জুন ২০২৫ বাতিঘর বিশ পূর্ণ করে একুশ বছরে পা রাখল। ইতিমধ্যে বাংলাদেশের চারটি বিভাগীয় শহর চট্টগ্রাম ঢাকা সিলেট ও রাজশাহীতে বড় পরিসরে বাতিঘরের চারটি দৃষ্টিনন্দন পুস্তকবিপণি প্রতিষ্ঠিত হয়েছে। শাহবাগ ও বাংলাবাজাওে রয়েছে আরও দুটি বিক্রয়কেন্দ্র।

দেশি-বিদেশি, বিচিত্র-বিপুল বইয়ের এক বিশাল ভুবন বাতিঘর। যেখানে বড় পরিসর, দৃষ্টিনন্দন নকশা আর অজস্র বইয়ের গন্ধ পাঠককে প্রশান্তি দেয়। বাতিঘরের প্রতি রয়েছে পাঠকের আন্তরিক ভালোবাসা। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, চলচ্চিত্রকার, লেখক, শিল্পী বাতিঘর দেখতে আসেন এবং বাতিঘরের কর্মীদের কাছে তাঁদের মুগ্ধতা প্রকাশ করেন। বাতিঘরের প্রধান চারটি পুস্তকবিপণির নকশা তৈরি করা হয়েছে স্থানীয় ঐতিহ্যকে অবলম্বন করে। বইয়ের পাশাপাশি এই শিল্পসৌন্দর্যও বাতিঘরের একটি বড় আকর্ষণ।

বই বিক্রয়ের পাশাপাশি বাতিঘর একটি প্রকাশনা সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করে। ইতিমধ্যে বাতিঘর ৪ শ’র বেশি বই প্রকাশ করছে। রচনার গুণগত মান, অপেক্ষাকৃত নির্ভুল ছাপা, দৃষ্টিনন্দন প্রচ্ছদ এবং টেকসই ও পাঠ-উপযোগী বাঁধাইয়ের কারণে প্রকাশনা সংস্থা বাতিঘর দেশে ও বিদেশে সুনাম অর্জন করেছে। বাতিঘর ইউরোপ-আমেরিকার প্রকাশকদের সঙ্গে আন্তর্জাতিক চুক্তিতে বই প্রকাশ করেছে এবং আন্তর্জাতিক বইমেলায় অংশ নিয়েছে।

উল্লেখ্য বাংলা একাডেমি অমর একুশে বইমেলায় বরাবর নানা ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করে আসছে বাতিঘর। এ বছর, অর্থাৎ ২০২৫ সালে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত অমর একুশে বইমেলায় প্যাভিলিয়ান ক্যাটাগরিতে সবচেয়ে দৃষ্টিনন্দন সজ্জার জন্য শীর্ষ পুরস্কার লাভ করেছে বাতিঘর।

বাতিঘরের প্রধান ৪ পুস্তক বিপণিতে প্রতিবছর জাঁকজমকপূর্ণভাবে বাতিঘরের জন্মোৎসব উদযাপন করা হয়। একুশে পদার্পণ উপলক্ষ্যে এবার আরও জাঁকজমকপূর্ণ জন্মোৎসব উদযাপিত হচ্ছে। হবে পাঠক লেখক শিল্পী সাংবাদিকসহ সব পেশা ও শ্রেণির মানুষের মিলন মেলা। ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ৬ মাস ধরে চলবে নানা আয়োজন।
এ উদ্যোগ বাস্তবায়নের জন্য আপনার সহযোগিতা প্রত্যাশা করি।

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট