চট্টগ্রাম সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

মা-বাবাকে সঙ্গে নিয়ে ওমরাহ পালন করলেন কাবিলা

বিনোদন ডেস্ক

১৩ ডিসেম্বর, ২০২৩ | ৯:৪২ অপরাহ্ণ

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের কাবিলা খ্যাত জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ মা-বাবাকে সঙ্গে নিয়ে পবিত্র ওমরাহ পালন করেছেন।

 

বুধবার (১৩ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবা-মায়ের সঙ্গে মক্কা শরিফের সামনে দাঁড়ানো একটি ছবি প্রকাশ করেন এই অভিনেতা।

 

যার ক্যাপশনে তিনি লেখেন, ‘আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। বাবা মা-কে সাথে নিয়ে ওমরাহ পালন করলাম। আলহামদুলিল্লাহ।’ পলাশের সেই পোস্টে ভক্তরাও বিভিন্ন ইতিবাচক মন্তব্য করেছেন। মা-বাবাকে সঙ্গে নিয়ে ওমরাহ পালনের জন্য অভিনেতার প্রশংসাও করেছেন।

 

ব্যক্তিজীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার চেষ্টা করেন পলাশ। মাস কয়েক আগেই তাবলিগ জামায়াতে সময় দিতে দেখা গিয়েছিল তাকে। সে সময় এই অভিনেতা বলেছিলেন, নিয়ত ছিল সন্তানের পিতা হওয়ার পর তাবলিগে যাব। আল্লাহ আমাকে কবুল করছেন, এজন্য যেতে পেরেছি। আমি শুকরিয়া জানাই।

 

উল্লেখ্য, ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের কাবিলা চরিত্র দিয়ে দর্শকমহলে পরিচিতি পান জিয়াউল হক পলাশ। পাশাপাশি কাজ করেছেন একাধিক নাটক ও ওয়েব সিরিজে।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট