চট্টগ্রাম সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫

বিশ্বাস করতে পারছেন না জায়েদ খান, অন্যরাও দেখছেন অবিশ্বাসের চোখে!

অনলাইন ডেস্ক

২১ জুলাই, ২০২৩ | ৬:০৫ অপরাহ্ণ

শুধু জায়েদ খান নয়, অন্যরাও ঘটনাটিকে দেখছেন অবিশ্বাসের চোখে। অথচ বাস্তবতা হলো এই, নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দফতরের কোনও এক ভেন্যুতে ডেকে ঢাকাই নায়ক জায়েদ খানকে দেওয়া হলো হিউম্যানিটারিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড! একইসঙ্গে বাংলাদেশি এই অভিনেতাকে গ্লোবাল শান্তিদূত হিসেবেও নিযুক্ত করা হলো। কাজটি হয়েছে দেশটির ইনস্টিটিউট অব পাবলিক পলিসি অ্যান্ড ডিপ্লোম্যাসি রিসার্চ নামের একটি সংগঠন থেকে।

যদিও ঘটনাটিকে জায়েদ খানসহ অনেকেই গুলিয়ে বসে আছেন জাতিসংঘের পক্ষ থেকে কোনও বিশেষ আয়োজন হিসেবে। তবে জায়েদ খানের এই প্রাপ্তি বা স্বীকৃতি জাতিসংঘের পক্ষ থেকে না হলেও সেটি খুব খাটো করে দেখার সুযোগ নেই।

জায়েদ খান একা নন, বিশ্বের আরও ৩৯ জন স্বনামধন্য ব্যক্তিকে বিভিন্ন ক্ষেত্রে মানবিক অবদান রাখার জন্য এই স্বীকৃতি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে জাতিসংঘ সদর দফতরের ডেলিগেট ডায়নিং রুমে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তাদের হাতে এই সনদ ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

একই অনুষ্ঠানে সম্মানিত ব্যক্তিদের উদ্দেশে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষ থেকে পাঠানো শুভেচ্ছা বক্তব্য পাঠ করা হয়।

পুরস্কার প্রদান ও সম্মাননা অনুষ্ঠান শেষে নৈশভোজের আয়োজন ছিল। যেখানে আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমন্ত্রিতরাই উপস্থিত ছিলেন। পুরস্কারপ্রাপ্ত ৪০ জন ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ, জানান জায়েদ খান।

শুক্রবার (২১ জুলাই) বাংলাদেশ সময় বেলা ১২টার দিকে নিউ ইয়র্ক থেকে জায়েদ খান জানান এই প্রক্রিয়ায় অংশ নেওয়া প্রসঙ্গে।

জায়েদ খান বলেন, ‘করোনাকালে বাংলাদেশে আমার কর্মকাণ্ড ও মানবিক তৎপরতা দৃষ্টিগোচর হয়েছে এই রিসার্চ সেন্টারের। এরপর তারা মেইল করে জানতে চেয়েছে আমার আরও কর্মকাণ্ড সম্পর্কে। আমি সেসব ফিরতি মেইলে পাঠিয়েছি। আমার চলচ্চিত্রের কাজ নিয়েও তারা জানতে চেয়েছে। এসব দেখে তারা আমাকে বিশ্বের ৪০ জন মানবিক নেতার একজন হিসেবে বাছাই করেছেন।’

এমন প্রাপ্তির অনুভূতি প্রকাশ করতে গিয়ে নায়ক বলেন, ‘জাতিসংঘের প্রধান কার্যালয়ে ডেকে আমাকে যে সম্মাননা দেওয়া হলো, তাতে আমি আবেগাপ্লুত। এটি একটি দুর্লভ সম্মাননা। এখনও বিশ্বাস করতে পারছি না জীবনে এত বড় সম্মান আমি পাবো। এই সম্মান আমি ধরে রাখার চেষ্টা করবো। আমার এই অর্জন বাংলাদেশের প্রতি উৎসর্গ করলাম।’

জায়েদ খানের মুখের কথা নয়, ইনস্টিটিউট অব পাবলিক পলিসি অ্যান্ড ডিপ্লোম্যাসি রিসার্চ তাদের ওয়েবসাইটেও সম্মাননা প্রাপ্তদের ছবিসহ তালিকা প্রকাশ করেছে। যেখানে জায়েদ খানের নাম মো. জহিরুল হক উল্লেখ করে বলা হয়, তার ফিল্মি নাম জায়েদ খান। এবং সম্মাননা যে কারণে দেওয়া হয়েছে তার বিবরণও রয়েছে সেখানে। যদিও এই ওয়েবসাইটে আর কোনও তথ্য বা ইভেন্টের খবর পাওয়া যায়নি। এমনকি জাতিসংঘের কোনও তথ্য-প্রমাণও নেই এতে।

এদিকে জাতিসংঘের ওয়বসাইটেও এই আয়োজন বা স্বীকৃতি প্রসঙ্গে কোনও তথ্য খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা যায়, জাতিসংঘের সঙ্গে এই আয়োজনের সরাসরি কোনও সংযোগ নেই। যদিও অনুষ্ঠানটি হয়েছে জাতিসংঘের সদর দফতরের কোনও এক অডিটোরিয়ামে। ফলে জায়েদ খানের এই ‘অতি প্রাপ্তি’র খবরটি এখনও অবিশ্বাসের চোখেই দেখছেন অনেকে। কারণ, এই প্রাপ্তির সঙ্গে জায়েদ খান যুক্ত করছেন ‘জাতিসংঘ’ নামটিও। সূত্র: বাংলাট্রিবিউন

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট